Spain and Italy won their matches

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের ম্যাচে জয় ইতালি, স্পেনের

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়কে ইউরোপ পর্বের ম্যাচে বড় জয় পেল স্পেন ও ইতালি। দু’জনেই প্রতিপক্ষকে হারাল ৪-০ গোলে। স্পেন হারাল ম্যাসিডোনিয়াকে। অন্যদিকে ইতালি হারাল লিচটেনস্টাইনকে। ইতালির হয়ে শুরু করেছিল বেলোত্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ২০:৫১
Share:

গোলের উচ্ছ্বাস স্পেন শিবিরে। ছবি: রয়টার্স।

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়কে ইউরোপ পর্বের ম্যাচে বড় জয় পেল স্পেন ও ইতালি। দু’জনেই প্রতিপক্ষকে হারাল ৪-০ গোলে। স্পেন হারাল ম্যাসিডোনিয়াকে। অন্যদিকে ইতালি হারাল লিচটেনস্টাইনকে। ইতালির হয়ে শুরু করেছিল বেলোত্তি। জোড়া গোল করলেন তিনি। বাকি দুটো গোল সিরো ইম্মোবাইল ও অ্যান্তোনিও কানদরেভার। কিন্তু চার গোলই এল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আর গোলের মুখ খুলতে পারেনি ইতালি। ম্যাচ শুরুর ১১ মিনিটের মধ্যেই গোলের মুখ খুলে ফেলেছিলেন আন্দ্রে বেলোত্তি। তার ঠিক এক মিনিটের মধ্যেই ব্যবধান বাড়ান সিরো। প্রথম গোল করার পর দ্বিতীয় গোলের পিছনে ভূমিকা রেখে গেলেন বেলোত্তি। এর পর সুযোগ তৈরি হল একাধিকবার। সব গুলোই প্রায় তৈরি করলেন কানদরেভা। তৃতীয় গোল এল ৩২ মিনিটে। তাঁরই পা থেকে। ৪৪ মিনিটে বেলোত্তি শেষ গোলটি করলেন। ৪২ মিনিটেই অবশ্য তাঁর একটি গোল বাতিল হয়েছিল অফ-সাইডের জন্য। দ্বিতীয়ার্ধে বেশ কিছু হাফ চান্স তৈরি হলেও আর গোল আসেনি।

Advertisement

স্পেনের ৪-০ গোলে জয়ের ম্যাচে আবার সব গোলই এল দ্বিতীয়ার্ধে। একমাত্র সেম সাইডটি ছাড়া। স্পেন সব গোলই করল দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৩৪ মিনিটেই স্পেনকে এগিয়ে দিয়েছিল ম্যাসিডোনিয়ার সেম সাইড গোল। গোলটি করেন ডার্কো ভেলকোসকি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নেমেছিল স্পেন। ৬৩ মিনিটেই ২-০ করেন ভিক্টর মাশিন পেরেজ। থিয়াগো, বুস্কেটস, সিলভা হয়েই গোলের মুখ খোলেন ভিক্টর। ২-০ গোলে এগিয়ে আত্মবিশ্বাসী স্পেন ৮৪ ও ৮৫ মিনিটে পর পর গোল করে জয়ের রাস্তার পরিষ্কার করে নেয়। গোল দু’টি করেন মনরিয়াল এরাসো ও আদুরিজ জুবেলদিয়া।

বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের অন্যান্য ম্যাচে ওয়েলস-সার্বিয়া ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ইউক্রেন ১-০ গোলে হারিয়ে দেয় ফিনল্যান্ডকে। আলবেনিয়াকে ০-৩ গোলে হারের মুখ দেখতে হয় ইজরায়েলের কাছে।

Advertisement

আরও খবর

ম্লান মেসি ম্যাজিক, ব্রাজিলের কাছে তিন গোলে বিধ্বস্ত আর্জেন্তিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement