রঞ্জি খেলতে চান ঋদ্ধিমান

ইনদওরে তৃতীয় টেস্টও যদি পাঁচ দিনের কমে শেষ হয়ে যায়, তা হলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন ঋদ্ধিমান সাহা। ১৩ অক্টোবর জয়পুরে এ বারের রঞ্জি অভিযান শুরু মনোজ তিওয়ারির বাংলার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৬ ০৪:২৬
Share:

ইনদওরে তৃতীয় টেস্টও যদি পাঁচ দিনের কমে শেষ হয়ে যায়, তা হলে বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে পারেন ঋদ্ধিমান সাহা। ১৩ অক্টোবর জয়পুরে এ বারের রঞ্জি অভিযান শুরু মনোজ তিওয়ারির বাংলার। উত্তরপ্রদেশের বিরুদ্ধে। ইনদওরে তৃতীয় টেস্ট ৮-১২ অক্টোবর। ঋদ্ধির ইডেন ইনিংসের প্রশংসা করে মনোজ এ দিন বলেন, ‘‘ইনদওর টেস্ট তাড়াতাড়ি শেষ হয়ে গেলে জয়পুরে বাংলা টিমের সঙ্গে যোগ দেবে ঋদ্ধি।’’ মনোজ এটাও বলেছেন যে, ঋদ্ধিমান নিজেই রঞ্জিতে খেলতে চান বলে বাংলা ক্যাপ্টেনকে জানিয়েছেন।

Advertisement

এ দিনই রঞ্জির প্রথম দু’ম্যাচের জন্য ষোলো জনের বাংলা স্কোয়াড ঘোষণা হল। মনোজের নেতৃত্বে টিমে আছেন শ্রীবৎস গোস্বামী, অগ্নিভ পান, পঙ্কজ শ, অভিমন্যু ঈশ্বরন, সায়নশেখর মণ্ডল, সুদীপ চট্টোপাধ্যায়, অশোক দিন্দা, মুকেশ কুমার, বীরপ্রতাপ সিংহ, আমির গণি, ঋত্বিক চট্টোপাধ্যায়, অয়ন ভট্টাচার্য, প্রসেনজিৎ দাস, প্রজ্ঞান ওঝা এবং ঈশান পোড়েল। উত্তরপ্রদেশের পরে বাংলার দ্বিতীয় ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে বিলাসপুরে। ম্যাচ শুরু ২০ অক্টোবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন