শহরে শাহরুখের নাইট

আইপিএল নিয়ে আত্মবিশ্বাসী ইউসুফ

আইপিএলের গত তিন মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি মোটামুটি ব্যর্থ। কিন্তু আসন্ন আইপিএলে যে তাঁর পরিচিত রুদ্রমূর্তিতে দেখতে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, সেটা বলে দিলেন ইউসুফ পাঠান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০২:২১
Share:

বিজয় হাজারের প্রস্তুতিতে ইউসুফ। <br>শনিবার ইডেনে। ছবি: শঙ্কর নাগ দাস।

আইপিএলের গত তিন মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনি মোটামুটি ব্যর্থ। কিন্তু আসন্ন আইপিএলে যে তাঁর পরিচিত রুদ্রমূর্তিতে দেখতে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, সেটা বলে দিলেন ইউসুফ পাঠান।

Advertisement

সিনিয়র পাঠান আপাতত শহরে এসেছেন বরোদার হয়ে বিজয় হাজারের নকআউট ম্যাচ খেলতে। শনিবার ইডেনে প্র্যাকটিস শেষে বলছিলেন, “এ বার পুরো মরসুমটা ঘরোয়া ক্রিকেট খেলেছি। ওয়ান ডে, টি-টোয়েন্টি প্রচুর খেলেছি। এ বার প্রস্তুতি অন্যান্য বারের চেয়ে অনেক ভাল। আশা করছি আইপিএলে আমি ফর্মেই থাকব। ভাল খেলব।”

ফর্মে তেমন না থাকা সত্ত্বেও কেকেআর ম্যানেজমেন্ট এ বারের নিলামে তাঁর উপর আস্থা দেখিয়েছে। টিমে অনেক নতুন মুখ এসেছে, কিন্তু তাঁর বদলি আসেনি। ব্যাপারটাকে কী ভাবে দেখছেন? আইপিএল সেভেনেই বা কত দূর যেতে পারে কেকেআর? নাইট যোদ্ধা আগাম মন্তব্য করতে রাজি নন। বলে দিলেন, “আইপিএল দূরের ব্যাপার। টুর্নামেন্ট কোথায় হচ্ছে না হচ্ছে, এখনও জানি না। বিজয় হাজারে মন দিয়ে খেলি। তার পর আইপিএল নিয়ে ভাবব।” ভারতীয় বোর্ড অবশ্য শনিবারও আইপিএলের চূড়ান্ত সূচি তৈরি করে উঠতে পারল না। বুধবার আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জীব বিসওয়াল জানান, এই সপ্তাহের মধ্যে সূচি ও জায়গা চূড়ান্ত হয়ে যাবে। শনিবার রাতে তিনি বলেন, “এখনও ঠিক হয়নি। সোমবার সন্ধ্যার মধ্যে আশা করছি হয়ে যাবে।”

Advertisement

আগামী সোমবার রেলওয়েজের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রি কোয়ার্টার ফাইনালে নামছে বরোদা। ইউসুফ বললেন, “ইডেনে যেহেতু ম্যাচ, একটু সুবিধে হবে আমার। শিশির ফ্যাক্টরটা কী ভাবে ম্যানেজ করতে হবে, জানি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন