ইব্রার জবাবে ত্রিমূর্তির গোল

জ্লাটান ইব্রাহিমোভিচ তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে ১৫ মিনিটেই গোল করে প্যারিস সাঁ জাঁ-কে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরেই ন্যু কাম্পে বার্সেলোনার বিখ্যাত ত্রিমূর্তি একই রাতে জেগে ওঠায় ইব্রাকে শেষমেশ হেরে মাঠ ছাড়তে হল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৪ ০৪:১৬
Share:

মেসি-ইব্রার সখ্যতার দিনে নেইমারের দুরন্ত গোল। ছবি: এএফপি

জ্লাটান ইব্রাহিমোভিচ তাঁর পুরনো ক্লাবের বিরুদ্ধে ১৫ মিনিটেই গোল করে প্যারিস সাঁ জাঁ-কে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু তার পরেই ন্যু কাম্পে বার্সেলোনার বিখ্যাত ত্রিমূর্তি একই রাতে জেগে ওঠায় ইব্রাকে শেষমেশ হেরে মাঠ ছাড়তে হল। ইব্রার পাল্টা চার মিনিট পরেই গোল দিয়ে বার্সাকে সমতায় ফেরান লিও মেসি। ৪২ মিনিটে নেইমারের অসাধারণ গোল বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে। ৭৭ মিনিটে সুয়ারেজের গোল বার্সার ঘরের মাঠে প্রথম। যার জেরে তাঁর দল চ্যাম্পিয়ন্স লিগে ৩-১ জিতে ‘এফ’ গ্রুপে শীর্ষে শেষ করল।

Advertisement

গত রাতের সেরা গোল অবশ্য ম্যাঞ্চেস্টার সিটির সামির নাসরির। রোমা গোলের ২৩ গজ দূর থেকে ঘণ্টায় ৬৭ মাইল গতিতে বুলেট শটে গোল করেন তিনি। বুটে-বলে যোগাযোগ থেকে জালে বল জড়াতে লেগেছে মাত্র ০.৭ সেকেন্ড। পরে জাবালেতা ২-০ করে ম্যান সিটিকে মরণবাঁচন ম্যাচ জিতিয়ে শেষ ষোলোয় তোলেন। সোমবার প্রি কোয়ার্টার ফাইনলের ড্রয়ের লটারি। যার উপর এখন থেকেই বাজি ধরা শুরু হয়ে গিয়েছে ইউরোপের ফুটবলমহলে।

নক আউটে বাছাই দল হিসাবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ, দুই স্প্যানিশ জায়ান্টেরই সম্ভাবনা আছে অবাছাই আর্সেনালের মুখোমুখি হওয়ার। বায়ার্ন মিউনিখের সামনে পড়তে পারে ম্যান সিটি। মোরিনহোর চেলসি মুখোমুখি হতে পারে প্যারিস সাঁ জাঁ-র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement