কাপ কথা

দু’তরফেই বিস্তর অভিযোগ। নেইমারের তৃতীয় ভার্টিব্রা ভেঙে যাওয়ায় তোপের মুখে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কো কার্বালো। ১-২ ম্যাচ হেরে কলম্বিয়ার ‘পোস্টার বয়’ হামেস রদ্রিগেজ যেমন চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়ার পর বলে দিয়েছেন, “দুর্ভাগ্যবশত রেফারি খুব একটা সাহায্য করেননি। ম্যাচে ওঁর বিরাট প্রভাব ছিল। তবে এখন আর কিছু করার নেই। আমরা আরও দূর এগোতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৪ ০৩:৩৪
Share:

হামেসের অভিযোগ

Advertisement

দু’তরফেই বিস্তর অভিযোগ। নেইমারের তৃতীয় ভার্টিব্রা ভেঙে যাওয়ায় তোপের মুখে ব্রাজিল-কলম্বিয়া ম্যাচের স্প্যানিশ রেফারি কার্লোস ভেলাস্কো কার্বালো। ১-২ ম্যাচ হেরে কলম্বিয়ার ‘পোস্টার বয়’ হামেস রদ্রিগেজ যেমন চোখের জল ফেলতে ফেলতে মাঠ ছাড়ার পর বলে দিয়েছেন, “দুর্ভাগ্যবশত রেফারি খুব একটা সাহায্য করেননি। ম্যাচে ওঁর বিরাট প্রভাব ছিল। তবে এখন আর কিছু করার নেই। আমরা আরও দূর এগোতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না। সেটাই কাঁটার মতো বিঁধছে।” ইঙ্গিতটা স্পষ্ট, রেফারির বদান্যতা কিছুটা হলেও ব্রাজিলের দিকেই ছিল। শুধু হামেসই নন, রেফারির সমালোচনা করেছেন কলম্বিয়ার তারকা স্ট্রাইকার রাদামেল ফালকাও। মোনাকোর তারকার মতে, ম্যাচ দেখে মনেই হয়নি রেফারি মাঠে ছিলেন। তবে শুধু কলম্বিয়া নয় ব্রাজিলের তরফেও অভিযোগ উঠছে রেফারির বিরুদ্ধে। বিশেষ করে নেইমারের চোট পাওয়ার পর। কলম্বিয়ার ডিফেন্ডার নেইমারকে ফাউল করার পরও কেন রেফারি কার্ড দেখাননি সেই প্রশ্নও উঠেছে।

Advertisement

ভয় নেই রোনাল্ডোর

একে তো শেষ চারের যুদ্ধে ব্রাজিলের সামনে জার্মানির শক্ত চ্যালেঞ্জ। তার উপর সেই ম্যাচেই জালে বল জড়িয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তাঁর রেকর্ড মুছে দিতে পারেন মিরোস্লাভ ক্লোজে। কিন্তু তিনিরোনাল্ডোর তা নিয়ে একটুও ভয় নেই। আপাতত ১৫ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রোনাল্ডোর রেকর্ড ছুঁয়ে ফেলেছেন জার্মান স্ট্রাইকার। তবে ক্লোজের তাঁর রেকর্ড ভাঙা নিয়ে চিন্তায় নেই রোনাল্ডো। ৩৭ বছরের প্রাক্তন ব্রাজিল তারকা বলেন, “আমার রেকর্ড ভাঙার ভয় নেই। ক্লোজে বিশ্বকাপে আরও গোল করলে একেবারেই কষ্ট পাব না। কেউ না কেউ তো আমার রেকর্ডটা ভাঙবেই। আশা করছি জার্মানি ব্রাজিলের বিরুদ্ধে জিতবে না। কোনও জার্মানই গোল পাবে না। আর শেষ পর্যন্ত ব্রাজিলই ঘরের মাঠে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে।”

ম্যাচের সেরা: গঞ্জালো ইগুয়াইন

প্রায় আড়াই দশক পর আর্জেন্তিনাকে বিশ্বকাপের শেষ চারে তোলার যুদ্ধে লেখা হয়ে গেল গঞ্জালো ইগুয়াইনের নামও। শনিবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই তাঁর গোলেই জিতল আর্জেন্তিনা। প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা দেশের জার্সিতে এই নিয়ে ৪১ ম্যাচে ২১ গোল করে ফেললেন। তবে গত দু’মরসুম তিনি খেলেছেন নাপোলিতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন