আই লিগে সামনে মহমেডান

কাল ওডাফার খেলার সম্ভাবনা বাড়ছে

এ বার অফিস ফুটবলের গেরোয় আটকে সমস্যায় মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা। অফিস ম্যাচের জন্য আই লিগে গুরুত্বপূর্ণ মহমেডান ম্যাচের আগে প্রথম একাদশের অন্যতম প্রধান চার জন ফুটবলার প্রীতম কোটাল, শৌভিক ঘোষ, রাম মালিক, পঙ্কজ মৌলাকে অনুশীলনে পাচ্ছেন না বাগানের মরক্কান কোচ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৮:৪৪
Share:

এ বার অফিস ফুটবলের গেরোয় আটকে সমস্যায় মোহনবাগান কোচ করিম বেঞ্চারিফা।

Advertisement

অফিস ম্যাচের জন্য আই লিগে গুরুত্বপূর্ণ মহমেডান ম্যাচের আগে প্রথম একাদশের অন্যতম প্রধান চার জন ফুটবলার প্রীতম কোটাল, শৌভিক ঘোষ, রাম মালিক, পঙ্কজ মৌলাকে অনুশীলনে পাচ্ছেন না বাগানের মরক্কান কোচ। গরহাজিরার তালিকায় শঙ্কর ওঁরাও, মনোতোষ ঘোষ-ও। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েছেন ডিফেন্সের আরেক স্তম্ভ আইবর। স্বভাবতই দল গড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন করিম। বৃহস্পতিবার অনুশীলনের পর হতাশ মোহন কোচকে বলতে শোনা গেল, “আইবরের খেলা দেখলাম। ও ভাল অবস্থায় রয়েছে। ওকে নিয়ে সমস্যা হবে না। তবে বাকিরা অফিস ম্যাচ খেলে কী অবস্থায় রয়েছে জানি না। আমাকে পরিবর্ত তৈরি রাখতে হবে।” কিন্তু কাকে খেলাবেন, সেই বিষয়ে খোলসা করে কিছু বলেননি করিম।

প্রীতম, শৌভিকরা অফিস লিগ খেলে বৃহস্পতিবার অনেক রাতে শহরে ফিরেছেন। আজ, শুক্রবার এক দিন দলের সঙ্গে অনুশীলন করেই মহমেডান ম্যাচ খেলতে হবে তাঁদের। ডার্বির পরই অফিসের হয়ে খেলতে চেন্নাই চলে গিয়েছিলেন রাম মালিকরা। স্বভাবতই দীর্ঘদিন দলের সঙ্গে অনুশীলন করেননি। সমস্যা হবে না? রাম, প্রীতমরা অবশ্য বলছেন, “সারা বছর দলের সঙ্গে প্র্যাকটিস করছি। খেলছি। সমস্যা কেন হবে?”

Advertisement

আই লিগ বা কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট চলাকালীন অফিসের হয়ে খেলতে চলে যেতে হচ্ছে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের। এ জন্য প্রতি বছরই সমস্যায় পড়তে হয় বিভিন্ন ক্লাবকে। মহমেডানেও যেমন দলের অন্যতম নিভর্রযোগ্য ফুটবলার রহিম নবিকে অফিসের হয়ে খেলতে যেতে হয়েছে। মোহনবাগান ম্যাচে তাঁকে আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে এখনও সংশয়ে রয়েছেন সাদা-কালোর কোচ সঞ্জয় সেন।

নানা সমস্যার মাঝেও মোহনবাগানের জন্য সুখবর, বৃহস্পতিবারের পর মহমেডান ম্যাচে ওডাফার খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। এ দিন অনুশীলনে চনমনে ছিলেন বাগান অধিনায়ক। মাঠ ছোট করে ম্যাচ খেলান করিম। সেখানেও স্বতঃস্ফূর্ত মেজাজে পাওয়া যায় ওডাফাকে। সিচুয়েশন প্র্যাকটিসের সময় গোল করতেও দেখা যায়। করিমও বলে দিলেন, “ওডাফাকে দেখে অনেকটা ফিট বলে মনে হচ্ছে। আশা করি মহমেডানের বিরুদ্ধে ও খেলতে পারবে।” ওডাফা খেলতে পারেন জানার পর বেশ সতর্ক হয়ে উঠতে দেখা গেল বিপক্ষ কোচকে। সঞ্জয় বললেন, “ওডাফার খেলা আর না-খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ও এখনও ভয়ঙ্কর। ও নামলে তো সাবধান থাকতেই হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন