বাংলা এখন অবনমন বাঁচাতে মরিয়া লড়ছে

রঞ্জি কোয়ার্টার ফাইনালে ওঠার সামান্য যা স্বপ্ন নিয়ে ইনদওর এসেছিল বাংলা, মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের পর তা ধুয়েমুছে সাফ। বাংলা শিবির এখন অবনমন আতঙ্কে আচ্ছন্ন। মধ্যপ্রদেশ এ দিন ৫১৪-৬ তুলে ইনিংস ডিক্লেয়ার করার পর বাংলা ১০৮-৩। ফলো অন বাঁচানো কঠিন। আর ফলো অন খেলে ম্যাচ বাঁচানো। আর সেটা হলে বাংলার গ্রুপ ‘সি’-তে নেমে যাওয়ার খুব বড় আশঙ্কা আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৫৬
Share:

বিপদে লক্ষ্মীর টিম।

রঞ্জি কোয়ার্টার ফাইনালে ওঠার সামান্য যা স্বপ্ন নিয়ে ইনদওর এসেছিল বাংলা, মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের পর তা ধুয়েমুছে সাফ। বাংলা শিবির এখন অবনমন আতঙ্কে আচ্ছন্ন। মধ্যপ্রদেশ এ দিন ৫১৪-৬ তুলে ইনিংস ডিক্লেয়ার করার পর বাংলা ১০৮-৩। ফলো অন বাঁচানো কঠিন। আর ফলো অন খেলে ম্যাচ বাঁচানো। আর সেটা হলে বাংলার গ্রুপ ‘সি’-তে নেমে যাওয়ার খুব বড় আশঙ্কা আছে।

Advertisement

ইনদওরে ফোন করে জানা গেল, বাংলার হতশ্রী পারফরম্যান্সে ভীষণ হতাশ টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ের মতো ব্যাটিংয়ের হালও রীতিমতো খারাপ। বিশাল রানের চাপ নিয়ে খেলতে নেমে এ দিন শুরুতেই দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরন (০) এবং অভিষেক দাস (২৪) ফিরে যান। মনোজ তিওয়ারিও ৮ রানের বেশি করতে পারেননি। বাংলাকে টানছেন সুদীপ চট্টোপাধ্যায় (৫৮ ব্যাটিং) এবং ঋদ্ধিমান সাহা (১১ ব্যাটিং)।

বাংলার বোলারদের মধ্যে সৌরাশিস লাহিড়ী তিন উইকেট নিলেও কোনও দাগ ফেলতে পারেননি। মধ্যপ্রদেশের ব্যাটসম্যানরা মারতে গিয়ে উইকেট ছুড়ে দেন। বাকিদের অবস্থা তো আরও খারাপ। রবিবার বাংলা শিবির একটা মরিয়া চেষ্টায় নামবে। চেষ্টা থাকবে, ব্যাটসম্যানরা বড় রান তুলে ম্যাচটাকে যদি কোনও ভাবে ড্র করতে পারেন। সে ক্ষেত্রে এক পেয়ে ১৩ পয়েন্ট তুলে লিগ টেবিলে জম্মু-কাশ্মীরের উপরে শেষ করে এ যাত্রায় অবনমন বাঁচানো যাবে। আপাতত যা পরিস্থিতি, বাংলাকে বাঁচার জন্য তাকিয়ে থাকতে হবে ঋদ্ধি, সুদীপ এবং অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লর ব্যাটের দিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement