গাড়ি দুর্ঘটনায় শনিবার মৃত্যু হল দক্ষিণ আফ্রিকার ফুটবলার মন্ডলি সেলের। ২৭ বছর বয়সি মন্ডলি দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগে মারিটবার্গ ইউনাইটেডে খেলতেন। ম্যাচের পর গাড়ি নিয়ে স্টেডিয়াম ছাড়েন সেলে। বসেছিলেন প্যাসেঞ্জার সিটে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লে প্রাণ হারান তিনি।