মাঠের বাইরে সমস্যায় স্প্যানিশ দৈত্যরা

মেসিতে নরম, ফিফা নিয়ে গরম বার্সা

মেসি বনাম এনরিকে। ফিফা বনাম হোসেফ বার্তেমিউ। দুই লড়াইয়ে মাঠের মধ্যেও যেমন ভাল ফল আসছে না। মাঠের বাইরেও ক্লাব পরিণত হচ্ছে ‘সোপ অপেরায়’। নতুন দিনে নতুন নাটক বার্সেলোনায়। এ দিনের নাটকেও কেন্দ্রীয় চরিত্র মেসি এবং এনরিকে। কিন্তু মেগা ফুটবলার আর কোচের গৃহযুদ্ধ চললেও বার্সা প্রেসিডেন্ট বার্তেমিউ জানিয়ে দিলেন, মেসি তাঁর প্রিয় ক্লাব ছেড়ে যাচ্ছেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৫ ০৩:৪৫
Share:

মেসি বনাম এনরিকে। ফিফা বনাম হোসেফ বার্তেমিউ। দুই লড়াইয়ে মাঠের মধ্যেও যেমন ভাল ফল আসছে না। মাঠের বাইরেও ক্লাব পরিণত হচ্ছে ‘সোপ অপেরায়’। নতুন দিনে নতুন নাটক বার্সেলোনায়। এ দিনের নাটকেও কেন্দ্রীয় চরিত্র মেসি এবং এনরিকে। কিন্তু মেগা ফুটবলার আর কোচের গৃহযুদ্ধ চললেও বার্সা প্রেসিডেন্ট বার্তেমিউ জানিয়ে দিলেন, মেসি তাঁর প্রিয় ক্লাব ছেড়ে যাচ্ছেন না। শুধু তাই নয়, বার্সার ‘চোখের মণি’ নাকি ২০১৮ অবধি এই ক্লাবে থাকবেন।

Advertisement

বার্তেমিউ বলেছেন, “আমি মেসি আর এনরিকের সঙ্গে কথা বলেছি। ওদের কোনও সমস্যা নেই। সব কিছু বানানো গল্প। এটা জেনেবুঝেই করা, যাতে সমস্যা হয় আমাদের ক্লাবে।” সঙ্গে বার্সা প্রেসিডেন্ট যোগ করেন, “প্রতিদিন বলে আসছি মেসিকে বিক্রি করতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় ক্লাব।” এক দিকে বার্সা প্রেসিডেন্ট যখন আশ্বস্ত করছেন ক্লাব সমর্থকদের, দলের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার লুই সুয়ারেজ (এখনকার নন) সম্পূর্ণ অন্য পথে হাঁটলেন। জানিয়ে দিলেন, খুব বড় প্রস্তাব দিলে হয়তো ক্লাব ছাড়তে পারেন মেসি। “মেসিকে বার্সেলোনা খুব ভালবাসে কোনও সন্দেহ নেই। কিন্তু কোনও বড় প্রস্তাব যদি আসে ওর জন্য, তা হলে হয়তো ও ভাবতেই পারে অন্য ক্লাবের কথা। মেসি-প্রজন্ম হয়তো বার্সায় শেষের দিকে,” বলেছেন সুয়ারেজ।

যাঁকে নিয়ে এত নাটক সেই মেসির মুখে কুলুপ। স্প্যানিশ সংবাদমাধ্যমে খবর, বার্সা ছাড়ার ব্যাপারে এতটা বদ্ধপরিকর আগে কখনও দেখায়নি মেসিকে। এক দিকে যখন মেসিকে নিয়ে বিতর্ক তুঙ্গে, আর এক ঝামেলা এসে হাজির বার্সায়। ফিফার শাস্তিতে এ বছর দলবদলের বাজারে কোনও নতুন ফুটবলার সই করাতে পারবে না এই ক্লাব। যে কারণে ফিফার সঙ্গে সব রকমের সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নিচ্ছে বার্সা। এমনকী চলতি মাসেই ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বার্সার তরফে কোনও সদস্য উপস্থিত থাকবেন না। যদিও বিশ্বের সেরা ফুটবলার হওয়ার দৌড়ে তাদের মেসি রয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন