সাব্বিরকে জীবনকৃতি সম্মান

দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সাব্বির আলিকে জীবনকৃতি সম্মান জানাল মহমেডান। সাদা-কালো জার্সি পরে আট বছর খেলা সাব্বিরকে উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ঠিক মানুষকেই বেছেছে মহমেডান। ওকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই বঙ্গভূষণ পুরস্কার দিয়েছি।” শতবর্ষপ্রাচীন ক্লাবের পক্ষ থেকে সাব্বিরের হাতে তুলে দেওয়া হয় এক লাখ এক হাজার টাকার চেকও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০২:৪৮
Share:

সাব্বিরের হাতে সম্মান তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন মহমেডানের দুই কর্তা। ক্লাবের ইফতার পার্টিতে। ছবি: উৎপল সরকার

দেশের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার সাব্বির আলিকে জীবনকৃতি সম্মান জানাল মহমেডান। সাদা-কালো জার্সি পরে আট বছর খেলা সাব্বিরকে উত্তরীয় পরিয়ে ও স্মারক তুলে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ঠিক মানুষকেই বেছেছে মহমেডান। ওকে রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই বঙ্গভূষণ পুরস্কার দিয়েছি।” শতবর্ষপ্রাচীন ক্লাবের পক্ষ থেকে সাব্বিরের হাতে তুলে দেওয়া হয় এক লাখ এক হাজার টাকার চেকও।

Advertisement

প্রতি বছরের মতো মহমেডান ইফতারের আয়োজন করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ক্লাবের অনুষ্ঠান হলেও সেখানে খেলাধুলো নিয়ে কিছু বলেননি মুখ্যমন্ত্রী। শান্তি আর সৌহার্দ্য রক্ষার কথা বলে, খুশির ঈদ পালনের অনুরোধ জানান মমতা। অনুষ্ঠানে মহমেডানের বর্তমান কোচ-ফুটবলার ছাড়াও ছিলেন ফুটবলার-সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, আইএফএ শিল্ড দেওয়া কোচ সঞ্জয় সেন, টেনিস তারকা আখতার আলিরা। প্রতি বছর এই দিনে লাইফ টাইম অ্যচিভমেন্ট বা জীবনকৃতি পুরস্কার দেওয়ার রেওয়াজ চার বছর ধরে চালু হয়েছে মহমেডানে। মহম্মদ হাবিব, জন, মইদুল ইসলামের পর এ বছর তা পেলেন সাব্বির। কোচ-ফুটবলার হিসাবে মহমেডানকে বহু ট্রফি দেওয়া সাব্বির বললেন, “মহমেডান যে সম্মান দিয়েছে তাতে আমি গর্বিত।” অজুর্ন পাননি বলে দুঃখ ছিল। ধ্যানচাঁদ পুরস্কার পাওয়ার পর তা কিছুটা মিটেছে। দু’বার কোচ হিসাবে বাংলাকে সন্তোষ ট্রফি দিয়েছেন। ফুটবলার হিসাবে ফেড কাপ দিয়েছেন মহমেডানকে। জাতীয় দলের জার্সিতে ৩৫ গোল আছে। বলছিলেন, “মহমেডানের আই লিগ থেকে নেমে যাওয়াটা আমাকে দুঃখ দিয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন