সিমন্সের সেঞ্চুরি, ভেসে রইল মুম্বই

টক্করটা ছিল ‘ম্যাড ম্যাক্স’ বনাম ‘সুপার সিমন্স’। সেই যুদ্ধে শেষ পর্যন্ত বাজিমাত ক্যারিবিয়ান ম্যাজিকের।

Advertisement

সংবাদ সংস্থা

মোহালি শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:১০
Share:

আবার হাতে ব্যাট। মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাকটিসে সচিন। মোহালিতে। ছবি: পিটিআই।

টক্করটা ছিল ‘ম্যাড ম্যাক্স’ বনাম ‘সুপার সিমন্স’। সেই যুদ্ধে শেষ পর্যন্ত বাজিমাত ক্যারিবিয়ান ম্যাজিকের।

Advertisement

ম্যাচের আগে দুই ক্যাপ্টেনই বলেছিলেন মোহালির উইকেট ব্যাটিং-বন্ধু। কিন্তু ঘরের মাঠেই পঞ্জাব কিংস ইলেভেনের ব্যাটসম্যানরা সেটা দেখাতে পারলেন কোথায়! উল্টে আইপিএল সাতের প্রথম সেঞ্চুরি করে ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্সই (৬১ বলে ১০০ ন.আ) সাত উইকেটে জিতিয়ে মুম্বইকে প্লেঅফের দৌড়ে ভাসিয়ে রাখলেন।

গ্লেন ম্যাক্সওয়েল (২), বীরেন্দ্র সহবাগ (১৭) ব্যর্থ। জসপ্রিত বুমরাহ (২-৩১), শ্রেয়াস গোপাল (২-৩২), প্রবীণ কুমারের (১-২০) দাপটে পঞ্জাবের মিডল অর্ডারে নেমে যায় ধস। পঞ্জাব ক্যাপ্টেন জর্জ বেইলি (৩০ বলে ৩৯) আর মনন ভোহরা (৩৪ বলে ৩৬) কিছুটা রুখে দাঁড়িয়ে টিমের পতন আটকালেও তাতে লাভ হল না। পঞ্জাবের ১৫৬-৮ টার্গেট এক ওভার বাকি থাকতেই তুলে দিল মুম্বই (১৫৯-৩)। শুরু থেকেই গোলাগুলি শুরু করে দেন সিমন্স। তাঁর বিধ্বংসী সেঞ্চুরি সাজানো ১৪টি বাউন্ডারি আর দুটো ছক্কা দিয়ে।

Advertisement

অবশ্য এই ম্যাচ হারার পরও ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে শীর্ষে পঞ্জাবই। আর রোহিত শর্মারা (১২ ম্যাচে ১০ পয়েন্ট) উঠে আসলেন পাঁচে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন