চ্যাম্পিয়ন্স লিগ

হাঁটুর চোটে অনিশ্চিত বেল

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে থাকলেও রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা যাচ্ছে না। দুশ্চিন্তা টিমের তারকা গ্যারেথ বেলের চোট নিয়ে। শনিবার লা লিগায় রিয়াল ৪-০ হারায় সোসিয়েদাদকে। যে ম্যাচে ওয়েলস তারকা হাঁটুতে চোট পান। যার জেরে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে অনিশ্চিত তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৪ ০৩:৩৮
Share:

বেল। গোল করলেও। চোট পেয়ে সমর্থকদের উদ্বেগে রাখলেন।

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়ে থাকলেও রিয়াল মাদ্রিদের দুশ্চিন্তা যাচ্ছে না। দুশ্চিন্তা টিমের তারকা গ্যারেথ বেলের চোট নিয়ে। শনিবার লা লিগায় রিয়াল ৪-০ হারায় সোসিয়েদাদকে। যে ম্যাচে ওয়েলস তারকা হাঁটুতে চোট পান। যার জেরে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে অনিশ্চিত তিনি।

Advertisement

ম্যাচে সোসিয়েদাদের মার্কেল বার্গারার ট্যাকলে চোট পান বেল। মার্কেলের বুটের উপর পড়ে যাওয়ায় তাঁর হাঁটুতে দুটো সেলাইও পড়ে। অবশ্য চোট লাগার কিছুক্ষণ পরই বেলকে ফের মাঠে নামতে দেখা যায়। শুধু তাই নয়, দলের দ্বিতীয় গোলও করেন ‘ওয়েলশ উইজার্ড’। তবু মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেলের নামা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রথম পর্বে ৩-০ এগিয়ে থাকায় কার্লো বেলকে নামানোর ঝুঁকি নেওয়ার কোনও কারণ দেখছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তি। তা ছাড়া রবিবার টিমের প্র্যাকটিসে যোগ দিয়েছেন রোনাল্ডো। শুক্রবার শুধু জিম করেই বেরিয়ে গিয়েছিলেন তিনি। তাঁরও হাঁটুর চোট। যার জেরে তিনি মঙ্গলবার জার্মান টিমের বিরুদ্ধে নামতে পারবেন কি না একটা আশঙ্কা ছিলই। কিন্তু সিআর সেভেন প্র্যাকটিসে ফেরায় স্বস্তিতে রিয়াল শিবির। তা ছাড়া পর্তুগিজ মহাতারকার সঙ্গে টিমে ফিরতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়াও। পেটের গোলমালে ভুগছিলেন তিনি।

Advertisement

শনিবার রোনাল্ডোর অনুপস্থিতি বাঁ দিকে উইংয়ে খেলান আন্সেলোত্তি। ম্যাচের পর তিনি বলে দেন, “রোনাল্ডোর সঙ্গে ও মাঝেমাঝে জায়গা বদলে নেয়। আমরা ভাগ্যবান টিমে একই সঙ্গে এ রকম দুই প্লেয়ার থাকায়।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি সবসময় চাই আমার প্লেয়াররা চোট-আঘাত এড়িয়ে চলুক। তাই ক্রিশ্চিয়ানোকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। প্লেয়ারদের শারীরিক অবস্থা নিয়েও সতর্ক থাকি। বুধবারের (চ্যাম্পিয়ন্স লিগ) মতো একটা ম্যাচের পর শারীরিক ক্লান্তি কাটিয়ে ওঠাটা সহজ নয়।”

ইতালিয়ান কোচের কথাতেই স্পষ্ট বেল না থাকলেও তিনি খুব একটা চিন্তায় নেই। ওয়েলস তারকার অভাব তিনি রোনাল্ডোকে দিয়ে ঢাকতে চান। অবশ্য বরুসিয়ার ঘরের মাঠে চ্যালেঞ্জ সামলানোর আগে আন্সেলোত্তি কিছুটা চিন্তায় ডিফেন্স নিয়ে। তিনি বলে দেন, “টিম পরিস্থিতি অনুযায়ী যে ভাবে খেলছে তাতে খুশি। ডিফেন্স নিয়ে যদিও কিছুটা চিন্তা রয়েছে। তার সঙ্গে মাঠে একজোট হয়ে আক্রমণ করার ব্যাপারেও আমাদের আরও সতর্ক হতে হবে। এ দিন যদিও সোসিয়েদাদের একটা ব্যাপার কিন্তু আমরা আটকে দিয়েছিলাম। যেটায় ওরা সেরা। বক্সের মধ্যে লম্বা পাস বাড়ানোর ব্যাপারটা রুখে দেওয়ায় আমরা কিন্তু সফল।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন