AC and Fan

এসির সঙ্গে ফ্যান চালালে কতটা সাশ্রয় হবে বিদ্যুতের বিলে, না কি দিতে হবে অনেকটা বেশি টাকা?

এসির সঙ্গে অনেকেই চালু রাখেন ফ্যান। এতে কতটা সাশ্রয় হয় বিদ্যুতের বিল? নাকি উল্টে বেশি টাকা দিতে হয় গ্রাহককে? এ বার তার ব্যাখ্যা দিলেন প্রযুক্তিবিদেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৪:১৩
Share:

প্রতীকী ছবি।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি (এয়ার কন্ডিশনিং) চালু থাকা অবস্থায় ফ্যান খুলে দিলে কি বিদ্যুতের বিল বেশি আসে, না কি ঘটে ঠিক উল্টোটা? এই নিয়ে আমজনতার মধ্যে তর্কের শেষ নেই। প্রযুক্তিবিদদের দাবি, বিজ্ঞানভিত্তিক ভাবে বিশ্লেষণ করলেই মিলবে প্রশ্নটার সঠিক উত্তর। আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এসি চালু থাকা অবস্থায় ফ্যান চালিয়ে দিলে অতি সহজেই ঘরের প্রতিটা কোনায় পৌঁছে যায় ঠান্ডা বাতাস। সে ক্ষেত্রে পুরো ঘরের তাপমাত্রা কমাতে বেশি ক্ষণ এসি চালিয়ে রাখার কোনও দরকার নেই। আর তাই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালু থাকা অবস্থায় ফ্যান চালানো ভাল। তাতে অনেকটাই কম আসে বিদ্যুতের বিল।

একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে। একটি দেড় টনের এসি ঘণ্টাখানেক চালিয়ে ঘরের তাপমাত্রাকে ২২ থেকে ২৬ ডিগ্রিতে নামিয়ে আনতে গেলে ১.৩ থেকে ১.৮ কিলো ওয়াটআওয়ার বিদ্যুৎ খরচ হয়। অন্য দিকে, ঘণ্টাখানেক ফ্যান চললে তড়িৎশক্তি ব্যবহারের পরিমাণ দাঁড়ায় মাত্র ০.০৬ থেকে ০.০৭৫ কিলো ওয়াটআওয়ার। আর তাই এসি চলা অবস্থায় কিছুটা ধীর গতিতে ফ্যান চালিয়ে রাখলে আখেরে লাভ হবে গ্রাহকেরই।

Advertisement

এখানে উল্লেখ্য যে এসির জন্য বিদ্যুতের বিল বেশি আসার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র চালানোর আগে দেখতে হবে ওই ঘরের জানালা-দরজা ঠিক মতো বন্ধ রয়েছে কি না। তাছাড়া সংশ্লিষ্ট ঘরটিতে বার বার আসা-যাওয়া না করা ভাল। সে ক্ষেত্রে বাইরের গরম বাতাস ঢুকে পড়ায় দ্রুত কমবে না ঘরের তাপমাত্রা। ফলে দীর্ঘ সময় চালিয়ে রাখতে হবে এসি। এ ছাড়া এনার্জি এফিসিয়েন্স ইনভার্টার এসি ব্যবহার করলে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিদ্যুতের বিল কম আসার সম্ভাবনা রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement