Elon musk

দেড় দশকের মধ্যেই ফুরোবে টাকার প্রয়োজন! কর্মহীন হবেন বিশ্বের অধিকাংশ মানুষই, মাস্কের ‘ভবিষ্যদ্বাণী’ কারণ?

আগামী ১০-১৫ বছরের মধ্যেই অর্থের প্রয়োজন ফুরোবে বিশ্বে। এক দশকের মধ্যেই রোবোটিক্স ও এআই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে বলে ধারণা মাস্কের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মাঝে মাঝেই নানা ধরনের ‘ভবিষ্যদ্বাণী’ করে বিশ্বে হইচই ফেলে দেন টেসলাকর্তা ইলন মাস্ক। সম্প্রতি একটি পডকাস্টে এসে এমন কিছু কথা বলেছেন যা শুনে তাক লেগে গিয়েছে অনেকেরই। মাস্কের মতে, অদূর ভবিষ্যতে টাকা পয়সার চলই নাকি উঠে যাবে দুনিয়া থেকে! কারণ মানুষের হাতে কোনও কাজই থাকবে না। মানব সমাজ চলবে কৃত্রিম মেধার উপর ভরসা করে। সমস্ত কাজই করে দেবে এআই-ই। পডকাস্ট সাক্ষাৎকারে এমন কথাই উঠে এসেছে টেসলাকর্তার মুখে।

Advertisement

সেই দিন আর বেশি দূরে নেই বলেই জানিয়েছেন মাস্ক। আগামী ১০-১৫ বছরের মধ্যেই অর্থের প্রয়োজন ফুরোবে বিশ্বে। এক দশকের মধ্যেই রোবোটিক্স ও এআই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে বলে ধারণা মাস্কের। তার ফলে মানুষ হয়ে উঠবে কর্মহীন। হাতে কাজ থাকবে না বিশ্বের অধিকাংশ জনগণেরই। আর কাজ না থাকলে প্রয়োজন ফুরোবে টাকা-পয়সার। অর্থ সম্পর্কে পৃথিবীর বাসিন্দাদের ধারণাই বদলে যাবে বলে মত ইলনের।

টাকা পয়সার বদলে মূল্যবান হয়ে উঠবে শক্তি বা এনার্জি। আর এই বিষয়ে আগামী দিনে ‘গেম চেঞ্জার’ হয়ে উঠবে স্পেস টেকনোলজি বা মহাকাশ প্রযু্ক্তি। মহাকাশে বসতি স্থাপন করা নিয়ে বিশ্বের অধিকাংশ দেশই প্রতিযোগতার আসরে নামবে।

Advertisement

কম্পিউটার গেমিংয়ের ভবিষ্যত নিয়ে মতামত দিয়েছেন তিনি। পডকাস্টের আলোচনায় উঠে আসে আগামী ৫০ বছরের মধ্যে গেমিং প্রযু্ক্তি এতটাই উন্নত হবে যে বাস্তবের পৃথিবীর সঙ্গে তফাত করা মুশকিল হয়ে পড়বে। ইলনের ‘ভবিষ্যদ্বাণী’ সম্প্রচারিত হতেই তা শোরগোল ফেলে দিয়েছে নেটমাধ্যমে। নেটাগরিকদের একাংশ অবশ্য ইলনের এই ধরনের বক্তব্যে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তিনি মাঝেমধ্যেই উদ্ভট বিবৃতি দিয়ে ফেলেন। আবার একাংশ মনে করছেন প্রযুক্তি জগতের তাবড় উদ্যোক্তা ইলন যা বলেছেন তা তাঁর দূরদৃষ্টিরই প্রমাণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement