—প্রতীকী ছবি।
অনুমতি ছাড়াই মহিলাদের নগ্ন ছবি তৈরি করে দেওয়ার অভিযোগ! এর জেরে ফের বিতর্কের মুখে পড়ল ধনকুবের মার্কিন শিল্পপতি ইলন মাস্কের কৃত্রিম মেধা বা এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) চ্যাটবট গ্রোক। বিষয়টি প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) উঠেছে সমালোচনার ঝড়। বেগতিক দেখে পাল্টা বিবৃতি দিতে বাধ্য হয়েছেন স্বয়ং মাস্ক।
নেটাগরিকদের একাংশের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ওই এআই চ্যাটবটকে ব্যবহার করে অনেকেই মহিলাদের অর্ধনগ্ন বা সম্পূর্ণ বিবস্ত্র ছবি তৈরি করছেন। ফলে সমাজমাধ্যমে দেদার পোস্ট হচ্ছে গ্রোকের বানানো বিকিনি পরিহিতা মহিলাদের এআই চিত্র। এর জেরে সাইবার অপরাধ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রবল ভাবে বেড়ে গিয়েছে। পাশাপাশি হতে পারে ব্ল্যাকমেলিংও, বলছেন বিশ্লেষকেরা।
সমাজমাধ্যম ব্যবহারকারীদের এই অভিযোগ অবশ্য মানতে নারাজ গ্রোকের নির্মাণকারী সংস্থা। তাদের যুক্তি, এআই চ্যাটবটটির মহিলা গ্রাহকেরা স্বেচ্ছায় সাহসী ছবি তৈরি করে দেওয়ার কমান্ড দিয়েছেন। তার পরই কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তিটি অর্ধনগ্ন বা নগ্ন ছবি তৈরি করতে শুরু করে। নেটাগরিকদের পাল্টা প্রশ্ন, মাস্কের সংস্থার কর্তা-ব্যক্তিরা কী ভাবে বুঝলেন যে মহিলা গ্রাহকেরাই ওই ধরনের কমান্ড দিচ্ছেন? তা হলে কি গ্রোকের মাধ্যমে আড়ি পাতছেন তাঁরা?
এই পরিস্থিতিতে গ্রোকের বানানো নিজের একটি বিকিনি পরিহিতা ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মাস্ক। সেখানে তাঁকে মহিলাদের নীল রঙের সুইমিং সুটে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। ছবিটির নীচে এআই চ্যাটবটের মুন্সিয়ানার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন ধনকুবের। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে ‘পারফেক্ট’ শব্দটি ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে।
গত বছরের (পড়ুন ২০২৫) মার্চে হিন্দি ভাষায় কুকথা বলার অভিযোগ ওঠে মাস্কের এআই চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। পরে অবশ্য সেই সমস্যা যুক্তরাষ্ট্রের কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তিটি কাটিয়ে উঠতে পেরেছিল।
২০২৩ সালে গ্রোককে বাজারে আনে মাস্কের সমাজমাধ্যম সংস্থা এক্স। মার্কিন টেক জায়ান্ট ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি এবং গুগ্লের জেমিনির মতো মূল ধারার এআই চ্যাটবটের বিকল্প হিসাবে একে তুলে ধরার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তিনি। তবে বার বার যে ভাবে গ্রোক বিতর্কে জড়াচ্ছে, তাতে আগামী দিনে আইনি সমস্যায় পড়তে পারে এই কৃত্রিম মেধা প্রযুক্তি, বলছেন বিশ্লেষকেরা।