Power Banks on Flight

বিমানসফরে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন? রয়েছে বিশেষ কড়াকড়ি! কী কী বিষয় মাথায় রাখবেন

বেড়াতে যাওয়ার আগে নির্দিষ্ট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে পাওয়ার ব্যাঙ্ক সংক্রান্ত নির্দেশাবলি পড়ে নেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৬:০৫
Share:

বিমানসফরে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে যাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ভ্রমণের ব্যাগে অত্যাবশ্যক সামগ্রীর মধ্যে অন্যতম পাওয়ার ব্যাঙ্ক। সফরের সময়ে সব রকম প্রয়োজনে মোবাইল ফোনই যে রক্ষক। কিন্তু বিমানসফরের সময়ে যোগাযোগের কাজে প্রয়োজন না পড়লেও ফোন বা ট্যাবলেটে সিনেমা দেখে বা ভিডিয়ো গেম খেলে সময় কাটান অনেকেই। সে ক্ষেত্রে সেই গ্যাজেটগুলিতে চার্জ থাকাও তেমনই প্রয়োজনীয়। কিন্তু বিমানপথে যাত্রার সময়ে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে বহু দিন ধরে। সম্প্রতি নতুন নিয়ম তৈরি হয়েছে বিশেষ বিমান সংস্থায় (এমিরেট্‌স)। বিদেশি এই সংস্থায় পাওয়ার ব্যাঙ্ক নিয়ে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। তাই বিমানে চেপে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগেভাগেই বিশদ জেনে নিন।

Advertisement

বিশেষ এই বিমানসংস্থা গত ১ অক্টোবর থেকে তাদের সমস্ত বিমানে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার বন্ধ করে দিয়েছে। যাত্রী একটি মাত্র পাওয়ার ব্যাঙ্ক কেবিন লাগেজে নিতে পারবেন বটে, কিন্তু পুরো যাত্রাপথে সেটি বন্ধ অবস্থায় রাখতে হবে। সেই পাওয়ার ব্যাঙ্কটি সর্বোচ্চ ১০০ ওয়াটের হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী ফোন, ট্যাবলেট বা অন্য ডিভাইস চার্জ দেওয়া যাবে না এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে। বিমানের আসনের পাশে চার্জিং পোর্ট থেকে পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দেওয়া সম্ভব হবে না। যন্ত্রটি সামনের আসনের পকেটে বা নীচে রাখতে হবে। কিন্তু ওভারহেড বিনে রাখা যাবে না।

এমিরেট্‌স বিদেশি সংস্থা। কিন্তু ভারতীয় সংস্থাগুলিতে পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখার বিষয়ে নানাবিধ নিয়ম রয়েছে। সফরের আগে কী কী বিষয় মাথায় রাখবেন?

Advertisement

· যাত্রার আগে ডিভাইস বা পাওয়ার ব্যাঙ্ক এবং মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ করে নেওয়া দরকার, যাতে মাঝে চার্জ দেওয়ার প্রয়োজন না হয়। দীর্ঘ সময়ের যাত্রায় এটি বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ।

· পাওয়ার ব্যাঙ্ক কখনওই চেকড-ইন লাগেজে রাখবেন না। সব সময়ে কেবিন লাগেজে নিতে হবে।

· ফেঁপে ওঠা বা নষ্ট হয়ে যাওয়া ব্যাটারি কখনওই সঙ্গে নেবেন না।

· বিমানে সফরের সময়ে যেন ডিভাইসের সুইচ অফ করা থাকে।

· পাওয়ার ব্যাঙ্ক ডিভাইসের উপর যেন লেখা থাকে, সেটি কত ওয়াটের। ১০০-র বেশি হলে সংস্থার সঙ্গে আগে থেকে কথা বলে নিতে হবে। ১৬০-এর উপর হলে সাধারণত গ্রহণযোগ্যই হবে না।

· বেড়াতে যাওয়ার আগে নির্দিষ্ট বিমানসংস্থার ওয়েবসাইট থেকে পাওয়ার ব্যাঙ্ক সংক্রান্ত নির্দেশাবলি পড়ে নেওয়া উচিত।

ছবি: সংগৃহীত।

লিথিয়াম ব্যাটারি সংক্রান্ত সুরক্ষাঝুঁকি কমানোর জন্য এই পদক্ষেপ করা হয়েছে। এই গ্যাজেটগুলিতে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি থাকে, যা ভুল ভাবে পরিচালনা করা হলে বা ক্ষতিগ্রস্ত হলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। কেবল একটি সংস্থা নয়, বিশ্বের অন্যান্য বিমানসংস্থাও ইতিমধ্যে এমন নিয়ম এনে ফেলেছে।

(এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে লেখা। পাওয়ার ব্যাঙ্ক নিয়ে বিমানসফর সংক্রান্ত যে কোনও বিষয়ে অবশ্যই বিমানসংস্থার সঙ্গে কথা বলে নিতে হবে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement