দীপাবলিতে সফরের সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন? ছবি: সংগৃহীত।
কালীপুজো, দীপাবলির সময় অনেকেই কর্মক্ষেত্র থেকে দেশের বাড়ি ফেরেন। কেউ আবার এই ছুটির সময়ে বেড়াতেও যান। কিন্তু উৎসব মানেই পর্যটনস্থলগুলিতে পর্যটকদের চাপ থাকে বেশি। ট্রেনে, বাসেও বাড়তি ভিড় থাকে। বিমানেও টিকিটের চাহিদা বেড়ে যায়। এমন সময় সফর করতে হলে কোন জিনিসগুলি মাথায় রাখা প্রয়োজন?
১। বাড়তি ভিড় স্বভাবতই অস্বস্তিকর। কাজের প্রয়োজনে সফর হোক বা বেড়ানো— প্রতি মুহূর্তে সতর্ক না থাকলেই বিপদ। বিশেষত ট্রেনে, বাসে নিজের জিনিসপত্র সম্পর্কে সচেতন থাকা জরুরি।উৎসব মানেই গয়নাগাটি পরতে পছন্দ করেন অনেকে। তবে গণ পরিবহণে সফরের সময় নিরাপত্তার খাতিরেই মূল্যবান গয়না এড়িয়ে চলা দরকার। দামী গয়না থাকলে চট করে সেদিকে সকলের নজর পড়ে। তা ছাড়া সফরের সময়ে মানি ব্যাগ থেক মোবাইল, ক্যামেরা বা দামী জিনিসগুলিও সযত্নে রাখা প্রয়োজন।
২। দীপাবলির সময় আতসবাজি ফাটানো হয় বিভিন্ন রাজ্যেই। সেই বাজি থেকে যাতে বিপদ না ঘটে, সতর্ক থাকা দরকার। বাজির প্রদর্শনী দেখতে গেলে, সুতির পোশাক পরে বেরোনোই ভাল। সতর্ক থাকা দরকার, আশপাশে কোথাও আগুনের ফুলকি বা বাজির পোড়া টুকরো এসে পড়ছে কি না। একইসঙ্গে মাথায় রাখা প্রয়োজন ট্রেনে করে কিন্তু বাজি নিয়ে যাওয়া চলে না যাত্রী সুরক্ষার কারণে। অগ্নিকাণ্ড এড়াতেই ভারতীয় রেল বাজি পরবহণকে বেআইনি ঘোষণা করে রেখেছে। এক জায়গা থেকে অন্যত্র যদি বাজি নিয়ে যেতে হয়, নিয়মকানুন জানতে এবং মানতে হবে।
৩। দীপাবলির সময় ভিড় হয় বেশি। গাড়ি বা বাসে গেলে যানজটে আটকে পড়ার সম্ভবনাও প্রবল। সেই যানজট কাটিয়ে কোথায় গিয়ে খাবার মিলবে না মিলবে সেই অনিশ্চয়তায় না থেকে, সবসময়ে হাতের কাছে কিছু শুকনো খাবার বা জল রাখা খুব জরুরি।বাইরে গেলে সঙ্গে জরুরি ওষুধ রাখা দরকার। বিশেষত পেট খারাপ, ব্যথা, জ্বর, বমির ওষুধ সবসময়ে হাতের কাছে রেখে দিন।