Travel Essentials for Infant

ছোট সদস্যকে নিয়ে বেড়াতে যাবেন, জরুরি জিনিস ভুললেই বিপদ! তালিকায় কী কী রাখবেন?

প্রথম বার সন্তানকে নিয়ে বেড়াতে যাবেন। কোনটা সঙ্গে রাখবেন, কোনটা নয়— বুঝতে পারছেন না? রইল জরুরি কয়েকটি জিনিসের তালিকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯
Share:

সন্তানকে নিয়ে বেড়াতে যাবেন, ব্যাগে কী কী রাখতেই হবে?

ভেবেছিলেন, একটা ব্যাগেই হয়ে যাবে, কিন্তু খুদের জিনিস প্যাক করতে গিয়ে একটা থেকে তিনটে ব্যাগ হয়ে গেল। এমন সমস্যায় পড়েন প্রায় সব অভিভাবকেরাই। সন্তান খুব ছোট হলে বেড়াতে গেলে তার জন্য প্রায় গোটা সংসারই নিয়ে যেতে হয়। কখন কোনটা লাগে, বলা যায় না। তবে এর পরেও জরুরি জিনিস অনেক সময়ই বাদ পড়ে যায়।

Advertisement

পুজোয় সফরের আগে খুদের জন্য ব্যাগ গোছাচ্ছেন? জেনে নিন, প্যাকিংয়ের সহজ শর্ত এবং জরুরি জিনিসের তালিকা।

১। বেশি পরিমাণ ডায়াপার সঙ্গে রাখতেই হবে। ট্রেন, গাড়ি বা বিমান— সফর যে ভাবেই হোক না কেন, রাস্তাঘাটে বার বার শিশুর পোশাক ছাড়ানো সম্ভব নয়। বেশি করে ডায়াপার রাখা খুব জরুরি।

Advertisement

২। খুদের দুধ বা খাবার খাওয়ার জিনিসপত্র শুধু রাখলেই হবে না, পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি। খুদে সদস্য সঙ্গে থাকলে তার জিনিস নিতে সুবিধা হয়, এমন হাতব্যাগ কাছে রাখুন। এখানে বিভিন্ন ধরনের খোপ থাকে। এতে বোতল থেকে বাটি-চামচ রাখার সুবিধা থাকে। এমনকি, ভিজে জামা পাল্টে ব্যাগের ছোট পকেটে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্তও থাকে।

৩। সব সময়েই অতিরিক্ত জামা-কাপড় নেওয়া ভাল। খুদে কখন তা ভিজিয়ে ফেলবে বা নোংরা করবে, আগে থেকে বলা যায় না।জরুরি হল আবহাওয়া অনুযায়ী পোশাক বাছাই। শীতের জায়গাতে গেলেও সুতির জামা-কাপড় সঙ্গে রাখা ভাল। কারণ, এগুলি ত্বক-বান্ধব। খুদে সদস্য এতে আরামবোধ করবে। শীতের জায়গা হলে সোয়েটার, টুপি, মোজা লাগবেই। বিশেষত মোজা অতিরিক্ত নেওয়া ভাল, কারণ শিশুরা মোজা দ্রুত ভিজিয়ে ফেলে বা নোংরা হয়ে যায়।

৪। সম্ভব হলে শিশুর গায়ে দেওয়ার কোনও নরম এবং পাতলা কম্বল সঙ্গে রাখুন। বিশেষত শীতের জায়গায়। এ ক্ষেত্রে বাইরের কম্বল সরাসরি গায়ে দিতে হবে না। আর পাঁচজনের ব্যবহার করা কম্বল শিশুর গায়ে না দেওয়াই ভাল।

৫। সঙ্গে রাখুন বৈদ্যুতিক কেটলি। ছোট সদস্য থাকলে তার খাবারের বন্দোবস্ত করতে হবে। হাতের কাছে কেটলি থাকে গরম জল করা বা চাল-ডাল ফুটিয়ে নেওয়া সহজ হয়।

৬। গাড়ি করে কোথাও গেলে খুদের স্ট্রলারটি ভাঁজ করে নিন। নিরাপত্তার জন্য শিশুর জন্য আলাদা কার সিট বসিয়ে নিতে পারেন। বিদেশে কিন্তু এটি অত্যাবশ্যকীয় শর্ত। স্ট্রলার সঙ্গে থাকলে৷ সারা ক্ষণ খুদেকে নিয়ে কোলে ঘুরতে হয় না। তা ছাড়া ছোটরা বেশি হাঁটতেও পারে না। সে ক্ষেত্রে স্ট্রলার থাকলে অনেকটাই সুবিধা হবে।

৭। ওষুধ-প্রেসক্রিপশন সঙ্গে রাখা খুব জরুরি। সফরের আগে শিশুকে যে চিকিৎসক দেখেন, তাঁকে দিয়ে জরুরি ওষুধের তালিকা তৈরি করে সেই সব হাতের কাছে মজুত রাখুন। প্রেসক্রিপশনটিও সঙ্গে রাখা জরুরি।

৮। চিকিৎসকের পরামর্শ নিয়ে খুদের জন্য সানস্ক্রিন, ময়েশ্চারাইজ়ার বেছে নিন। সঙ্গে রাখুন অ্যালকোহল মুক্ত স্যানিটাইজ়ারও। শিশুরা বার বার হাত মুখে দেয়, যেখানে সেখানে হাত দেয়। পরিচ্ছন্নতা অবহেলিত হলে সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারে।

কোন কৌশলে প্যাকিং সহজ হবে?

ছোট ব্যাগ

জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য ছোট ছোট ব্যাগ পাওয়া যায়। তাতে প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিলে, দরকারে হাতের কাছে পেতে সুবিধা হবে। যেমন পোশাক একটিতে গুছিয়ে নিন। আবার ওষুধ একটি প্যাকেটে ভরে ফেলুন। এ ভাবে ন্যাপি, শিশুর থালা-বাটি, খাবার নির্দিষ্ট ব্যাগে ভরে নিলে যেটি প্রয়োজন, সেটি বার করে নেওয়া যাবে।

একই জামা এক জায়গায়

বেড়াতে যাওয়ার জন্য শুধু স্টাইলিশ নয়, আরামদায়ক পোশাক বেছে নেওয়া জরুরি। যে হেতু খুদে জামা ভিজিয়ে ফেলতে পারে,তাই বাড়তি জামার দরকার হয়। হালকা জামা নিলে জায়গা কম লাগবে। সেগুলি গোছানোর সময়ে এক ধরনের জিনিস একসঙ্গে রাখতে পারেন। যেমন ৫টি টি-শার্ট নিলে তা একই জায়গায় রাখুন। আবার তার সঙ্গে যে প্যান্ট থাকবে, সেগুলি এক জায়গায়। জামা-প্যান্ট রোল করে নিলে জায়গা বাঁচবে।

খেলনা

খুদেকে নিয়ে বেড়াতে গেলে তাকে শান্ত রাখার উপায়গুলি ভাবতে হবে। হাতের কাছে অল্প কিছু খেলনা রাখুন। কম জায়গায় ধরে যায় এমন জিনিস বেছে নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement