অনলাইনে হোটেল বুকিংয়ের আগে সাবধান। ছবি: সংগৃহীত।
সফরে বেরিয়ে হোটেল খুঁজে বুক করা বা ওয়েবসাইট থেকে নম্বর খুঁজে ফোন করার যুগ গত হয়েছে। অনলাইনে হোটেল বুকিংয়ের পথ এখন এতই সহজ হয়ে গিয়েছে যে, আজকাল ভ্রমণপিপাসুদের সিংহভাগই এই পদ্ধতি অবলম্বন করেন। কিন্তু সহজ মানেই ঝক্কিমুক্ত নয়। অনেক পর্যটক শেষ পর্যন্ত হোটেল পেয়ে হতাশ হন। কারণ ছবি, মূল্য বা শর্ত ঠিক মতো যাচাই করেননি। কয়েকটি ক্লিকেই কাজ সারা হয়ে যায় বলে নানা রকমের অসততাও জায়গা করে নেয়।
এ বার থেকে হোটেল বুকিংয়ের সময়ে কোন ভুলগুলি এড়িয়ে চললে সফর আরও নিরাপদ ও চিন্তামুক্ত হবে, তা জেনে নিন—
হোটেল নিয়ে বিপাকে না পড়তে হয়। ছবি: সংগৃহীত
১. হোটেল কর্তৃপক্ষের নিজস্ব ছবিকে ভরসা করবেন না
অনলাইনে হোটেলগুলি প্রায়শই সাজানো-গোছানো, সুন্দর ছবি দেয়। কিন্তু সব ছবির সঙ্গে সব ঘর বা দৃশ্যের মিল থাকে না। বা যে অংশটুকুর ছবি দেওয়া থাকে, তা হোটেলের সম্পূর্ণ চেহারা নয়। অনেক সময়ে আবার দেখা যায়, ‘সি-ভিউ’ বলা ঘর আসলে ‘পার্কিং-ভিউ’! তাই শুধু ওয়েবসাইটের ছবির উপর ভরসা না রেখে অতিথিদের আপলোড করা ছবি বা রিভিউ চেক করুন। তা থেকে বাস্তব অভিজ্ঞতা জানা যায়।
২. ছোট ছোট অক্ষরে ছাপা শর্তাবলি বাদ দেবেন না
অনেকেই বুকিংয়ের সময় শুধু দাম আর ছবি দেখে পছন্দ করে নেন। কিন্তু ছোট ছোট অক্ষরে লেখা দীর্ঘ অনুচ্ছেদগুলি চোখ এড়িয়ে যায়। আর সেখানেই নানাবিধ শর্ত-নিয়ম ইত্যাদি থাকে। পরে দেখা যায়, বাতিল করার শর্ত অত্যন্ত কঠোর, ওয়াই-ফাই বা প্রাতরাশের আলাদা খরচ, বা সময়ের পরে ঘর ছাড়লে অতিরিক্ত টাকা দেওয়ার নিয়ম লুকিয়ে ছিল সেই অনুচ্ছেদগুলিতেই। সুতরাং ধৈর্য ধরে শর্তাবলি পড়ে নেওয়া জরুরি। নয়তো পরে বাজেটের থেকে বেশি খরচ হয়ে যেতে পারে।
৩. হোটেলের অবস্থান সম্পর্কে অস্পষ্ট তথ্যে সন্তুষ্ট হবেন না
হোটেলটি ঠিক কোনখানে অবস্থিত বা তার আশপাশে কী কী রয়েছে, এই সমস্ত তথ্য যাচাই করে নেওয়া দরকার। অনেক সময়ে এই ছোট ছোট বিষয়গুলি বিভ্রান্তি সৃষ্টি করে। ধরা যাক, শহরের কেন্দ্রের কাছাকাছি বলা আছে, অথচ গিয়ে দেখা গেল, শহর থেকে প্রায় আধ ঘণ্টা দূরে। অস্পষ্ট তথ্যের উপর ভিত্তি করলে বিপাকে পড়তে হতে পারে। তাই গুগল ম্যাপ বা অন্য মানচিত্রে সঠিক অবস্থান দেখে নিন। আশপাশে কী কী দর্শনীয় স্থান রয়েছে, রেস্তরাঁ কোথায়, ট্রেন-বাস ধরতে গেলে কতখানি যাত্রা করতে হবে, সব কিছু মিলিয়ে নিজের পথের হিসেব করে নিন নিজেরাই।
৪. একাধিক সাইটে দাম তুলনা করতে হবে
প্রথমেই যে অফার পাচ্ছেন, সেটিই সেরা না-ও হতে পারে। বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে বা হোটেলের নিজস্ব সাইটে দাম ও সুবিধাগুলি যাচাই করে নিন। অনেক সময়ে হোটেলের ওয়েবসাইট থেকে সরাসরি বুকিং করলে আরও সস্তায়, অথবা ভাল প্যাকেজে বা ছাড়েও ঘর পাওয়া যায়।
৫. টাকা দেওয়ার সময়ে জালিয়াতি থেকে সতর্ক থাকতে হবে
অনলাইনে যত লেনদেন বাড়ছে, ততই ফুলেফেঁপে উঠছে জালিয়াতির জাল। তাই যত্রতত্র টাকা মেটাতে গিয়ে ভুল জায়গায় ডেবিট কার্ডের তথ্য দিয়ে দিলে সেটি ঝুঁকিপূর্ণ হতে পারে। ওয়েবসাইটের ঠিকানাটির শুরুতে ‘এইচটিটিপিএস://’ আছে কি না, সেটি অবশ্যই দেখে নিতে হবে। সম্ভব হলে ক্রেডিট কার্ড ব্যবহার করুন, এতে বিপদের ঝুঁকি খানিক কমে।