elephant

জঙ্গল জলমগ্ন, নিরাপদ জায়গা খুঁজতে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে ঢুকে পড়ল হাতির দল

গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন জঙ্গলের বহু এলাকা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ২২:০৫
Share:
Advertisement

গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জেরে জলমগ্ন জঙ্গলের বহু এলাকা। এই পরিস্থিতিতে উঁচু জায়গার খোঁজে নিয়ে সেনা ছাউনির ভিতর ঢুকে পড়ল হাতিদের দল। বৃহস্পতিবার এমনই ছবি দেখা গেল জলপাইগুড়ির বিন্নাগুড়ি সেনা ছাউনিতে।

লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে উত্তরবঙ্গের নদীগুলি। জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া বেশ কয়েকটি নদী উপচেও পড়েছে। এর ফলে জঙ্গলের বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বনকর্মীরা জানাচ্ছেন, নিরাপদ জায়গার খোঁজে শাবকদের নিয়ে এলাকা ছেড়ে বেরিয়ে আসছে হাতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement