যাঁরা প্রাণভয়ে বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গিয়েছিলেন, ধীরে ধীরে ঘরে ফিরছেন। খুলছে দোকানপাটও। ১০ মে বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ বিরতি ঘোষণা হয়। তার পরের দিন সকাল থেকে ছন্দে ফেরার চেষ্টা করছে নিয়ন্ত্রণরেখা লাগোয়া এলাকাগুলি। কতটা স্বস্তিতে উরি বা পুঞ্চ? কী বলছেন সেখানকার বাসিন্দারা?