৭৮৭ ড্রিমলাইনারের ১১-এ! এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের এই আসনেই ঘটে গিয়েছে এ যাবৎকালের সব থেকে বড় মিরাক্ল! ভারতে অসামরিক বিমান পরিবহণের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা। যার একমাত্র জীবিত, ভারতীয় বংশোদ্ভূত বিশ্বাসকুমার রমেশ। বিমানের ইলেভেন-এ আসনের যাত্রী। বিমানের নকশা অনুযায়ী, ১১-এ আসন থাকে আপৎকালীন দরজার ঠিক সামনে। কী ভাবে বাঁচলেন রমেশ? আসনের সামনে অনেকটা জায়গা। মাথার উপর লাগেজ রাখার জায়গা না থাকা। একই সঙ্গে একেবারে আপৎকালীন দরজার সামনে আসন। এক সঙ্গে এই এতগুলো কারণ দুর্ঘটনা এড়ানোর অন্যতম বড় কারণ। রমেশ এখন অহমেদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি। সেখানেও তাঁর শয্যা সংখ্যা এগারো। একেবারে কাকতালীয় ঘটনা। তা হলেও এটাই সত্যি।