বিমান দুর্ঘটনার তদন্তকারী সংস্থা এয়ারক্র্যাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) শনিবার তদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে। ১৫ পাতার রিপোর্ট। যেখানে পাইলটদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। যে রিপোর্টে এয়ার লাইন পাইলট অ্যাসোসিয়েশন (আলপা) ও আর্ন্তজাতিক ফেডারেশন পাইলট অ্যাসোসিয়েশন (ইফালপা) আপত্তি জানিয়েছে।