তাইল্যান্ড যাওয়ার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার। নায়িকা নুসরত ফারিয়ার বিরুদ্ধে খুনের অভিযোগ। বাংলাদেশে জুলাই অভ্যুথানের সময় এনামুল হক নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ২৮৩ জনের তালিকায় নাম রয়েছে তাঁর! মঙ্গলবার জামিনে মুক্ত হন নুসরত। ঘটনার সময় বিদেশে ছিলেন— আইনজীবীদের এই জোরালো যুক্তিতেই কারামুক্তি নায়িকার। প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের তাইল্যান্ড পালিয়ে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যেই বিমানবন্দর থেকে গ্রেফতার নুসরত ফারিয়া। একদিনের মধ্যেই আবার জামিন। নতুন বিতর্কে শোরগোল বাংলাদেশে।
নুসরত রুপোলি পর্দার পরিচিত মুখ। কাজ করেছেন ভারতেও। টলিউডের একাধিক ছবিতে নায়িকা হয়েছেন নুসরত। অভিনয় করেছেন জিৎ, অঙ্কুশের মতো টলি নায়কের বিপরীতে। শোনা যায়, তাঁর সঙ্গে না কি ঘনিষ্ঠতা রয়েছে শেখ হাসিনার মন্ত্রিসভার মন্ত্রী জুনাইদ খান পলকের। ছাত্র-জনতার আন্দোলনের সমর্থক, নুসরত ফারিয়ার গ্রেফতারির ঘটনায় সমালোচনার মুখে সরকার।