Deer

পথ ভুলে লোকালয়ে চলে এসেছে, মাকে খুঁজে না পেয়ে আর্ত চিৎকার করছে হরিণ

বন দফতর সূত্রে খবর, হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির। সেটি লোকালয়ে চলে এসে ঘরের দরজা বন্ধ করে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডে খবর দেন স্থানীয়েরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২২ ২২:৫১
Share:
Advertisement

পথ ভুলে লোকালয়ে হরিণ। মাকে খুঁজে না পেয়ে আর্ত চিৎকার করতে দেখা গেল মাঝবয়সি বন্যপ্রাণীটিকে। শুক্রবার জলপাইগুড়ির বানারহাটের চামুর্চি বনাঞ্চলের বস্তি এলাকার ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা।

বন দফতর সূত্রে খবর, হরিণটি বার্কিং ডিয়ার প্রজাতির। সেটি লোকালয়ে চলে এসে ঘরের দরজা বন্ধ করে বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখার স্কোয়াডে খবর দেন স্থানীয়েরা। হরিণটিরে জীবিত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর খট্টিমারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। দলছুট হয়েই হরিণটি লোকালয়ে ঢুকে পড়েছে বলে অনুমান বনকর্মীদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement