পুজোর আগে বালির একটি ক্লাবের বিশেষ উদ্যোগ ‘বিনিপয়সার হাট’। ছেঁড়া ফাটা নয়, এই হাটে পাওয়া যায় নতুন পোশাক। নিখরচায়। আলমারিতে কদর পায় না যে সব জামাকাপড়, সেই সব দান করেন কেউ কেউ। এক মাস ধরে ঝাড়াই বাছাইয়ের পর সে সব পোশাক বিলি। তিন বছর ধরে এই আয়োজন করে আসছে বালির এই ক্লাব। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।