দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর মণ্ডল পরিবার। বাপ-মা, তিন ছেলে আর ছেলের বউ নিয়ে এক কামরায় বাস। সংসারের তাগিদে পরিযায়ী হয়েছেন রবীন্দ্র মণ্ডল। বড় ছেলে সু্প্রিয় ঠিকা শ্রমিক। রোজগার কখনও আছে, কখনও নেই। অন্ধকার জীবনে টিমটিমে আলোর প্রদীপ ছিলেন বছর একুশের সৌমেন মণ্ডল। ডেলিভারি বয় থেকে অ্যাপ ক্যাব সংস্থার রাইডার। কলকাতার রাস্তা চষে বাড়িতে রোজগার তুলে দিতেন ছেলে। ১৩ অগস্ট সল্টলেকে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় সৌমেনের।