১১ সেপ্টেম্বর রাতের ঘটনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ড্রামা ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন দুর্ঘটনা। পার্কিংয়ের বিপরীতে পানাপুকুরে ডুবে ইংরেজি তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যু। খুনের অভিযোগ দায়ের। তদন্তে লালবাজার। ইতিমধ্যেই ছ’জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। মঙ্গলবার ঘটনাস্থল ঘুরে দেখেছেন হোমিসাইড শাখার আধিকারিকরা।