ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা চলবে বাংলায়। বিহারের অভিজ্ঞতা জানাচ্ছে, প্রক্রিয়াগত কারণে হেনস্থার শিকার হচ্ছেন বহু সাধারণ মানুষ। একই পরিস্থিত কি দেখা যাবে বাংলাতেও? শিক্ষা-স্বাস্থ্যের মতো ক্ষেত্রে পিছিয়ে থাকা নাগরিকের একমাত্র অধিকার ভোট। তা যদি না থাকে এই নাগরিকের কথা ভবিষ্যতে আর কি কখনও শুনবে প্রশাসন?