ইলিশের ডিম পাড়ার মরসুম। এই সময় পূর্ণিমার আগে পাঁচ দিন এবং পরের পাঁচ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলাদেশে এই একই সময়ে টানা ২২ দিন মাছ ধরা বন্ধ থাকে। একই কারণে ভারতেও ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকারি ভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। তবে সেই নিষেধ অবজ্ঞা করেই চলছে মাছ ধরা।