ড্রোন হোক বা স্যাটেলাইট, বদলে যাওয়া যুদ্ধের ধরনের সঙ্গে কী ভাবে খাপ খাইয়ে নিচ্ছে ভারত
সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষ দক্ষিণ এশিয়ার প্রথম পুরোদস্তুর ড্রোনের লড়াই। পরিবর্তিত যুদ্ধসজ্জায় কতটা প্রস্তুত ভারত?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১৬:০২
Share:
Advertisement
ভারী ভারী কামানের দিন শেষ? যার হাতে যত বেশি অত্যাধুনিক ড্রোন, সে-ই রাজা? যুদ্ধের আঁচ, স্থল-জল-আকাশ ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে মহাকাশেও। কী ভাবে বদলে যাচ্ছে এত দিনের চেনা রণনীতি? ভারতই বা এই নতুন যুদ্ধের ঢঙে কতটা দক্ষ হয়ে উঠছে?