অনাহারে মৃত্যু মিছিল অব্যাহত। অপুষ্টি নামের দানব ভয় দেখাচ্ছে গাজ়ার শৈশবকে। ইজ়রায়েলি অবরোধের জেরে গাজ়ায় খাদ্য সংকট জারি। দোসর পানীয় জলের জন্য তীব্র হাহাকার। এই পরিস্থিতিতে বিমান থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে জর্ডন ও সংযুক্ত আরব আমিরশাহি। এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। তবে রাষ্ট্রপুঞ্জ বলছে, এই ব্যবস্থা মোটেই যথেষ্ট নয়। ইজ়রায়েল অবরোধ না তুললে, গাজ়ায় দুর্ভিক্ষ অনিবার্য।