Durga Puja Saree Shopping
দুর্গাপুজোয় আলিয়া থেকে স্বস্তিকার শাড়ি! সাবেকি সাজে মজে বঙ্গতনয়ারা!
কারওর পছন্দ আলিয়া ভট্টের শাড়ি। কারওর মন মজেছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের শাড়ির লুকে। পুজোর ফ্যাশন নিয়ে কী বলছেন ক্রেতারা?
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ ২০:২১
শরতের মেঘ জানান
দিচ্ছে কড়া নাড়ছে দুর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গড়িয়াহাটে
কেনাকাটার ভিড়ে পৌঁছে গেল আনন্দবাজার অনলাইন। শাড়ি, গয়না, ব্যাগের সম্ভার। চলতি বছরে কী ধরনের স্টাইলের দিকে ঝুঁকছে ক্রেতারা?
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)