সিবিআই তদন্তে সন্তুষ্ট না আরজি করে নির্যাতিতার পরিবার। বাবা-মা মনে করেন না বিচার পেয়েছেন। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। আঘাত পেয়েছেন। যা নিয়ে তৈরি বিতর্ক। এ বার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-কে ই-মেল করে কলকাতা পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন নির্যাতিতার বাবা। অগস্টের ১০, ১১, ১২— পরপর তিন দিন তিনটি মেল। ১৪ অগস্ট রাষ্ট্রপতির উত্তর আসে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে অভয়ার বাবার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়।