তিরিশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক সংস্থা ‘এওএন’ ভারতে একটি সমীক্ষা করে। পঁয়তাল্লিশটি ক্ষেত্রের এক হাজার ষাটটি সংস্থার সঙ্গে কথা বলে তৈরি করা হয় ‘অ্যানুয়াল স্যালারি অ্যান্ড টার্নওভার সার্ভে’। ২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবনিকেশের পর, ‘এওএন’ ২০২৬-এ সব ক্ষেত্রেই বেতন বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেট এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিতে কর্মরত কর্মীদের। বেতন বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ১০.৬ শতাংশ পর্যন্ত। বিশ্ববাজারে অর্থনীতির চাকা আস্তে গড়ালেও ভারতে বেসরকারি ক্ষেত্র, যেমন মোটরগাড়ি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং ডিজাইন সার্ভিসে ৯ শতাংশের বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাবি এওএন-এর।