Salary Hike 2026

২০২৬-এ ভারতে চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে ৯ শতাংশ, ইঙ্গিত আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায়

সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেট এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির কর্মীদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২১:৪৩
Share:
Advertisement

তিরিশ বছরের অভিজ্ঞতাসম্পন্ন আন্তর্জাতিক সংস্থা ‘এওএন’ ভারতে একটি সমীক্ষা করে। পঁয়তাল্লিশটি ক্ষেত্রের এক হাজার ষাটটি সংস্থার সঙ্গে কথা বলে তৈরি করা হয় ‘অ্যানুয়াল স্যালারি অ্যান্ড টার্নওভার সার্ভে’। ২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবনিকেশের পর, ‘এওএন’ ২০২৬-এ সব ক্ষেত্রেই বেতন বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে। সবচেয়ে বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেট এবং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিতে কর্মরত কর্মীদের। বেতন বৃদ্ধি হতে পারে সর্বোচ্চ ১০.৬ শতাংশ পর্যন্ত। বিশ্ববাজারে অর্থনীতির চাকা আস্তে গড়ালেও ভারতে বেসরকারি ক্ষেত্র, যেমন মোটরগাড়ি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং ডিজাইন সার্ভিসে ৯ শতাংশের বেশি বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দাবি এওএন-এর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement