পাকিস্তান উপযুক্ত জবাব পেয়েছে। এ বার ভারতের নজর বাংলাদেশে। শিলিগুড়ি করিডরে তিন দিনের যুদ্ধ প্রস্তুতির মহড়া। সেনা যার নাম রেখেছে ‘তিস্তা প্রহার’। পশ্চিমবঙ্গকে সেতু করে যে পথ ভারতকে অরুণাচল, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরার সঙ্গে জুড়ে রেখেছে, সেই ‘চিকেন নেক’ অঞ্চলে বাহাত্তর ঘণ্টার টানা ভারতীয় সেনার শক্তি পরীক্ষা। সাঁজোয়া বাহিনী, প্যারা স্পেশাল ফোর্স, আর্মি এভিয়েশন, কমব্যাট ফোর্স এবং পদাতিক বাহিনীকে সঙ্গে নিয়ে জয়েন্ট অপারেশন। ধনুস, পিনাকা, ভীষ্ম, চিতার মতো সমরাস্ত্র নিয়ে নদী এবং আকাশে মহড়া। হাতেকলমে পরীক্ষা করে দেখা দেশে তৈরি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র।