অভিনন্দন বর্তমান। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার। মিগ-২১ বাইসন যুদ্ধবিমানের চালক। ডগ ফাইটে আমেরিকার তৈরি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমানকে ভূপতিত করেন। অভিনন্দন বর্তমানকে বীরচক্র সম্মানে সম্মানিত করে দেশ। তাঁকে গ্রুপ ক্যাপ্টেন পদে উন্নীত করেছে বায়ুসেনা।