বিহারের পর বাংলা। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘এসআইআর নয়, এনআরসি-র চক্রান্ত’। এই অভিযোগের কি সারবত্তা আছে? ভোটার তালিকায় সংশোধন কি সত্যিই নাগরিকত্ব প্রমাণের জায়গা হয়ে উঠছে?