স্টাইলিস্ট: অভিষেক রায়
পোশাক: রয় ক্যালকাটা
মেকআপ: প্রসেনজিৎ বন্দোপাধ্যায়
লোকেশন: পোলো ফ্লোটেল, ক্যালকাটা
পুজো মানেই নতুন জামা। অনির্বাণ চক্রবর্তীর এই বছরের পুজোর ফ্যাশন ঠিক কেমন? হালকা মুডের জন্য সপ্তমীতে প্যাস্টেল মভ রঙের পোশাক, সঙ্গে স্নিকার। অষ্টমীতে সাদা রং। ধুতি পাঞ্জাবিতে রাজকীয় লুকে বাঙালিয়ানার ছোঁয়া, নবমীর দিন তসর রঙের সিল্কের পাঞ্জাবিতে অনির্বাণ চক্রবর্তীর এই বছরের পুজোর ফ্যাশন। তিনদিনের তিন রকম লুকে তাঁকে সাজালেন পোশাক শিল্পী অভিষেক রায়।