টলিউডের চর্চিত সেলেব কাপল, যশ এবং নুসরতের বাড়িতে আনন্দবাজার ডট কম। রিল লাইফ জুটি হিসাবেও দর্শকের পছন্দের। রিয়েল লাইফেও গড়ে তুলেছেন নিজেদের সংসার। দরজা ঠেলে ঢোকার আগেই নুসরতের আঁকা ছবিতে চোখ আটকায়। একগাল হাসি দিয়ে স্বাগত জানালেন। একদিকে ‘আড়ি’ চলছে প্রেক্ষাগৃহে, হল ভিজিট, প্রচার চলছে। অন্যদিকে ছেলে ইশানকে সামলাচ্ছেন, সবমিলিয়ে বেশ ব্যস্ততায় দিন কাটছে দু’জনের।