রাশিয়া-চিন-ভারতের ‘ত্রইকা’ কি মাথাব্যথার কারণ? ‘লোকদেখানো’— কটাক্ষ ট্রাম্প প্রশাসনের
‘ত্রইকা’ সমীকরণ খানিকটা হলেও যে আমেরিকার মাথাব্যথার কারণ হয়েছে, তা স্পষ্ট।
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৫৮
Share:
Advertisement
লোক দেখানো। কাজের কাজ কিছু হচ্ছে না। জাত তুলে খোঁচা। শেষমেশ ট্রাম্পের গর্জন— একতরফা বিপর্যয়। সাংহাই কর্পোরেশনে মোদী-পুতিন-জিনপিং এক জোট হতেই একের পর পর তির্যক মন্তব্য। শুল্কযুদ্ধে ভারতকে কব্জা করতে না পেরেই কি আমেরিকার গাত্রদাহ?