প্রশাসনের নোটিসের পর ভাঙা হল অবৈধ নির্মাণ। উত্তরপ্রদেশের সম্ভলের হায়াতনগর থানার কাছে সরকারি জমির উপর তৈরি হয় মসজিদ, মন্দির এবং দরগা। দিন দশেক আগে সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার কথা বলে প্রশাসন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সে কথা জানিয়ে নোটিস দেন সাব ডিভিশনাল মেজিস্ট্রেট বন্ধনা মিশ্র। প্রশাসনের তরফে জানানো হয়, গোটা অঞ্চলের রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এটি তারই অংশ।