দিন কয়েক আগেই গবাদি পশু টেনে নিয়ে যায়। এই চাঞ্চল্যের মধ্যেই জামাইষষ্ঠীর সকালে পাথরপ্রতিমায় উদ্ধার ঘাতক কুমিরটি। সঙ্গে পাওয়া গিয়েছে কম করে ৪০টি ডিম। স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন বন দফতরের কর্মীরা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রায় সাড়ে ৮ ফুটের পূর্ণবয়স্ক কুমিরটিকে। স্বাস্থ্য পরীক্ষার পরকুমিরটিকে আবার নদীতে ছেড়ে দেওয়া হবে। উদ্ধার হওয়া ডিমগুলিকে পাঠানো হয়েছে কুমির প্রকল্পে।