এসআইআর কী? ভোটার তালিকায় নাম তুলতে আপনার প্রয়োজন কোন কোন নথি? জানুন

গ্রাহ্য হবে না আধার, রেশন এবং এপিক কার্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২০:৩৩
Share:
Advertisement

বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে শুরু হয়েছে স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন। যাকে সংক্ষেপে বলা হচ্ছে এসআইআর। ১১টি নথির ভিত্তিতে সওয়া ৭ কোটি ভোটারের বৈধতা যাচাই করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে তালিকা থেকে বাদ পড়েছে ৬০ লক্ষেরও বেশি নাম। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ২২ লক্ষ এমন ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে যারা মৃত। বাদ পড়ার মধ্যে রয়েছে এমন ৩৬ লক্ষ নাম, যারা হয় বিহার থেকে অন্যত্র চলে গিয়েছেন বা তাঁদের ভোটাধিকার অর্জন করার মতো প্রয়োজনীয় নথি-ই নেই। ৭ লক্ষ এমন নাম পাওয়া গিয়েছে, যারা বিবিধ জায়গার ভোটার। গড়মিল রয়েছে কিংবা নথি সন্দেহজনক, এমন প্রত্যকের নাম বিহারের ভোটার তালিকা থেকে ছেটে ফেলেছে নির্বাচন কমিশন। একসঙ্গে অনেক নাম বাতিল করার ক্ষেত্রে হস্তক্ষেপ করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। অগস্ট থেকে শুরু হবে শুনানি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement