১৮৭৩। প্রথম, দুনিয়ার সঙ্গে জিন্স প্যান্টের এই ছোট্ট পকেটের পরিচয় করান লেভি স্ট্রস এবং জ্যাকব ডেভিস। যদিও শুরুর দিকে ‘ব্লু জিন্স’- এ এই পকেট থাকত না। তবে পরে যখন কাঠমিস্ত্রি, রেলকর্মী, কৃষক এবং খনি শ্রমিকদের মধ্যে জিন্স পরার প্রবণতা বাড়ল, তখন থেকেই মজদুর জীবনে পাকাপোক্ত ভাবে ঢুকে পড়ে এই ছোট্ট পকেট। বাজার ভালো। চাহিদা আছে। বুঝতে দেরি করেনি লেভি স্ট্রস অ্যান্ড কোম্পানি-ও। ১৮৯০ থেকেই শুরু হয় ছোট্ট পকেটওয়ালা এই জিন্সের গণ উৎপাদন।