পুলিশ। আইনজীবী। বিচারক। বিধায়ক। অধ্যক্ষ। সব ক্ষেত্রেই তৃতীয় স্বর পেয়েছে দেশ। রামধনু রঙের খোঁজ পাওয়া গিয়েছে খেলার দুনিয়াতেও। চর্চা চলছে, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়া বাঙ্গারকে নিয়ে। সপ্তাহখানেক হয়েছে, রূপান্তরের কঠিনতম পর্যায় পার করেছেন অনয়া। সার্জারি হওয়ার পর পেয়েছেন নারী শরীর। অনয়া চান, বাবার যোগ্য মেয়ে হয়ে উঠতে। ভারতের হয়ে খেলতে। দেশের গৌরব হতে।
পারবেন? নিজের অভিজ্ঞতায় বাস্তব দেখালেন বালির সায়ন্তিকা বাগ।