Uttar Pradesh

করবা চৌথে শাড়ি উপহার দেননি স্বামী, রাগে-দুঃখে নিজেকে শেষ করে ফেললেন ২৫ বছরের তরুণী!

শুক্রবার করবা চৌথ উপলক্ষে স্বামীর কাছে উপহার পাবেন বলে আশা করেছিলেন তিনি। বাবলি চেয়েছিলেন যে, ধর্মপাল তাঁকে শাড়ি উপহার দিক। কিন্তু স্ত্রীর মন বুঝতে পারেননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১১:৫৪
Share:

—প্রতীকী ছবি।

দাম্পত্য জীবনের বয়স এক বছরও কাটেনি। তার মধ্যেই চরম পদক্ষেপ তরুণীর। স্বামীর কাছ থেকে আশানুরূপ উপহার পাননি বলে রাগে-দুঃখে আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন তরুণী।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি শুক্রবার উত্তরপ্রদেশের শাহাজানপুরে ঘটেছে। তরুণীর নাম বাবলি (২৫)। তাঁর স্বামীর নাম ধর্মপাল। ১০ মাস আগে ধর্মপালকে বিয়ে করেছিলেন বাবলি। শুক্রবার করবা চৌথ উপলক্ষে স্বামীর কাছে উপহার পাবেন বলে আশা করেছিলেন তিনি।

বাবলি চেয়েছিলেন যে, ধর্মপাল তাঁকে শাড়ি উপহার দিক। কিন্তু স্ত্রীর মন বুঝতে পারেননি তিনি। মনের মতো উপহার না পাওয়ায় মনখারাপ হয়ে যায় বাবলির। ধর্মপালের সঙ্গে ঝগড়াও শুরু হয়ে যায় তাঁর। কিছু ক্ষণ পর বাবলির মৃতদেহ ঘর থেকে উদ্ধার করেন তাঁর স্বামী। দুই পরিবারের পাশাপাশি পুলিশকেও সঙ্গে সঙ্গে খবর পাঠান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ।

Advertisement

পুলিশের অনুমান, উপহার নিয়ে ঝগড়ার পর বাবলি কষ্ট সামলাতে পারেননি। রাগে-দুঃখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বাবলির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্তও শুরু করেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement