Viral Video

হাতেনাতে ধরা পড়ল স্বামীর পরকীয়া! মাঝরাস্তায় গৃহকর্তার প্রেমিকার চুলের মুঠি ধরে মারধর স্ত্রীর, ভাইরাল ভিডিয়ো

স্বামী যে অন্য তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তা স্বামীর হাবভাব দেখেই টের পেয়েছিলেন। কিন্তু কোনও প্রমাণ পাচ্ছিলেন না। হঠাৎ একদিন মাঝরাস্তায় স্বামীকে তাঁর প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াতে দেখে ফেলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়িতে মন টেকে না স্বামীর। কাজ সেরে আসার পর খুব কম সময়ের জন্য বাড়িতে থাকেন। মনও যেন অন্য কোথাও থাকে তাঁর। স্বামীর এমন হাবভাব বহু দিন ধরেই লক্ষ করছিলেন তাঁর স্ত্রী। তাঁর স্বামী যে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন, সে সন্দেহ আগে থেকেই করেছিলেন তিনি। কিন্তু প্রমাণ না পাওয়ায় নিশ্চিত হতে পারছিলেন না। একদিন প্রেমিকার হাত ধরে স্বামীকে মাঝরাস্তায় ঘুরতে দেখেন তরুণী। দেখেই রেগে আগুন হয়ে যান তিনি।

Advertisement

স্বামীর কাছে ছুটে যান তিনি। মাঝরাস্তায় স্বামীর প্রেমিকার চুলের মুঠি ধরে মারধর করতে শুরু করেন ওই তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের মহারাজপুর থানার কাছে ঘটেছে। স্বামী যে অন্য তরুণীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন, তা স্বামীর হাবভাব দেখেই টের পেয়েছিলেন। কিন্তু কোনও প্রমাণ পাচ্ছিলেন না। হঠাৎ একদিন মাঝরাস্তায় স্বামীকে তাঁর প্রেমিকার হাত ধরে ঘুরে বেড়াতে দেখে ফেলেন। হাতেনাতে প্রমাণ পেয়ে যাওয়ায় আর চুপ করে বসে থাকলেন না ওই তরুণী। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে গেলেন তিনি।

Advertisement

স্বামীকে হাতেনাতে ধরে ফেলার পর তাঁর প্রেমিকার চুলের মুঠি ধরে টানাটানি শুরু করেন তরুণী। স্বামীর প্রেমিকাও পাল্টা জবাব দেন। তিনিও তাঁর বিবাহিত প্রেমিকের স্ত্রীর সঙ্গে মারপিট করতে শুরু করেন। প্রেমিকার সঙ্গে স্ত্রীর লড়াই চলাকালীন চুপচাপ দাঁড়িয়ে থাকেন তরুণ। উল্টে প্রেমিকাকে মারধর করার জন্য আরও উৎসাহ দান করতে থাকেন।

মাঝরাস্তায় দুই তরুণীর এই অশান্তি দেখতে ভিড় জমিয়ে ফেলেন পথচারীরা। কেউ কেউ আবার সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে শুরু করেন। দু’জনের অশান্তি থামানোর জন্য তরুণকে পরামর্শ দেন এক প্রত্যক্ষদর্শী। সেই কথা শুনে প্রেমিকা এবং স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন তরুণ। কিন্তু তাঁর চেষ্টা বিফলে যায়। স্বামীকে ধাক্কা মেরে সরিয়ে তাঁর প্রেমিকাকে আরও মারধর থাকেন তরুণী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement