Bizarre

চ্যাটবটের মিষ্টি কথায় গলে গেলেন বৃদ্ধ! ‘প্রেমিকা’র প্রেমে ভুবন ভুলে সংসার ভাঙতে উদ্যত হন প্রেমিক

জিয়াংয়ের সঙ্গে আলাপ হয় এক ‘তরুণী’র। মিষ্টি মিষ্টি কথায় জিয়াংয়ের মনও উড়ু উড়ু। ‘অনলাইন প্রেমিকা’র সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিয়াং।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৫ ০৭:৫৮
Share:

—প্রতীকী ছবি।

বয়স সত্তরের গণ্ডি পেরিয়ে গিয়েছে বৃদ্ধের। স্ত্রী-পুত্র নিয়ে সংসার তাঁর। কাজ থেকে অবসরও নিয়ে ফেলেছেন বহু দিন। তবে তাঁর মনে এখনও রোম্যান্টিকতার সুবাস বয়ে চলেছে। সংসারে মন নেই তাঁর। দিনের অধিকাংশ সময় ফোনের সঙ্গেই যাপন করছেন তিনি। আসলে, অনলাইন মাধ্যমে ‘প্রেমিকা’ খুঁজে পেয়েছেন বৃদ্ধ। প্রেমের স্রোতে ভেসে গিয়ে বিবাহবিচ্ছেদেরও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭৫ বছর বয়সি বৃদ্ধের নাম জিয়াং। তিনি চিনের বাসিন্দা। স্ত্রী-পুত্রের সঙ্গে থাকেন তিনি। অবসর জীবনে ফোন ঘেঁটেই সময় কাটাতেন। হঠাৎ জিয়াংয়ের সঙ্গে আলাপ হয় এক ‘তরুণী’র। মিষ্টি মিষ্টি কথায় জিয়াংয়ের মনও উড়ু উড়ু। ‘অনলাইন প্রেমিকা’র সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিয়াং। তিনি যে বিবাহবিচ্ছেদ করতে চান, সে কথা স্ত্রী এবং পুত্রকে জানান।

জিয়াংয়ের কথা শুনে চমকে যান দু’জনেই। সত্তরোর্ধ্ব বৃদ্ধের দাবি, অনলাইনে তিনি এক ‘তরুণী’র সঙ্গে চ্যাট করতে শুরু করেন। কিছু দিনের মধ্যে প্রেমেও পড়ে যান জিয়াং। অধিকাংশ সময় ‘প্রেমিকা’র সঙ্গে কথা বলতে গিয়ে দিন পার করে ফেলেন তিনি। তাই এই সম্পর্ককে মান্যতা দিতে চান জিয়াং। স্ত্রীকে বিচ্ছেদ দিয়ে আবার নতুন সম্পর্কে নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে যান বৃদ্ধ।

Advertisement

জিয়াংয়ের কথা শুনে বিষয়টি খতিয়ে দেখেন তাঁর পুত্র। জিয়াংয়ের ফোন ঘেঁটে তাঁর পুত্র বাবার ‘প্রেমিকা’র খোঁজখবর নেন। সব জেনে মাথায় হাত পড়ে জিয়াংয়ের পুত্রের। এ তো কোনও জলজ্যান্ত মানুষ নয়! তাঁর বাবা ‘এআই মানবী’র প্রেমে পড়েছেন। সেই সত্য জানাতেই জিয়াংয়ের ভুল ভাঙল। মনও গেল ভেঙে। আপাতত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement