Viral Video

বাড়ির দরজা বন্ধ কেন? উত্তর না পেয়ে সন্তানদের নিয়ে নিজেই দরজা খুলে ঘরে ঢুকল বিড়াল! ভাইরাল ভিডিয়ো

বাড়ি ফিরে আর পাঁচজন মায়ের মতো নিজে নিজে ঘরের দরজার ছিটকিনি খুলল মা বিড়ালটি। তার পর সামনের পা দিয়ে ঠেলে দরজাটিকে খুলে দিল সে। দরজার সামনে দাঁড়িয়েছিল তার দুই সন্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৪:১৩
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

ছানাদের সঙ্গে পাড়া টহল দিতে বেরিয়েছিল মা। ঘোরা শেষে বাড়ি ফিরে বাচ্চাদের নিয়ে দরজা খুলে ঘরে ঢুকে গেল দায়িত্বশীল মা। ভাবছেন তো এতে এত ঘটা করে বলার কী আছে? বলার আছে, কারণ এই মা হল এক চারপেয়ে মার্জার মা। সে তার পুচকে পুচকে সন্তানদের নিয়ে পাড়ায় চড়তে গিয়েছিল। বাড়ি ফিরে আর পাঁচজন মায়ের মতো নিজে নিজে ঘরের দরজার ছিটকিনি খুলল মা বিড়ালটি। তার পর সামনের পা দিয়ে ঠেলে দরজাটিকে খুলে দিল সে। দরজার সামনে দাঁড়িয়েছিল তার দুই সন্তান। দরজা খোলা হয়ে গেলে মা বিড়াল তার সন্তানদের নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানা যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি পূর্ণবয়স্ক বিড়াল ও দু’টি ছোট বিড়াল। দেখে মনে হচ্ছে যে, ছোট্ট বিড়াল দুটি হল বড় বিড়ালটির বাচ্চা। বাড়ির বাইরে দাঁড়িয়ে বন্ধ দরজাটির দিকে তাকিয়ে বিড়ালছানা দু’টি মিউ মিউ করে ডাকছে। কিন্তু সেই ডাকে কেউ সাড়া দিল না, কেউ এসে দরজাও খুলল না। তাই মা বিড়ালটি বাধ্য হয়ে দরজার পাশে রাখা সিমেন্টের চাকতিগুলোর উপর লাফ মারল। সেখান থেকে দরজার উপর পা রেখে এক পা-দু’পা করে এগিয়ে গেল। তার পর সেখানে দাঁড়িয়ে, সামনের পা বাড়িয়ে বন্ধ দরজাটির ছিটকিনিটা খুলে দিল সে। অত্যন্ত নিপুণতার সঙ্গে ছিটকিনিটা খুলে দিল বিড়ালটি, দেখে মনে হল সেটা তার কাছে কোনও নতুন ব্যাপার নয়। ছিটকিনি খোলার পর সামনের পা দিয়ে দরজাটিও ঠেলে খুলে দিল সে। দরজা খুলে গেলেই লাফিয়ে নীচে নেমে গেল মা বিড়ালটি। তার পর বাচ্চাদের সঙ্গে নিয়ে সে সেই ঘরে ঢুকে গেল। মন ভাল করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘রুহআল্লা১৩৫১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। প্রায় সাড়ে ছয় হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করে ভিডিয়োটির কমেন্টবাক্স ভরিয়ে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement